ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

বগুড়া প্রতিনিধি

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বিক্রি করে লোকসানের মুখে আছেন চাষিরা। গত বছর গ্রেড অনুযায়ী আলুবীজের দাম ছিল ৩৩, ৩৪ ও ৩৫ টাকা। বিএডিসি উৎপাদিত আলুবীজ এ বছর কেজিপ্রতি ২৬-২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

দাম কমার কারণে উৎপাদন খরচও উঠবে না বলে শঙ্কার কথা জানিয়েছেন কৃষকেরা। আলুবীজের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে বগুড়া ও জয়পুরহাট জেলার চুক্তিভিত্তিক আলুচাষিরা মানববন্ধন করেছেন। তারা বলছেন, দাম কমানো অযৌক্তিক। গত বছরের দামের চেয়ে ৫ টাকা বাড়িয়ে নতুন দর ৪০ টাকা নির্ধারণ করলে যৌক্তিকতা থাকতো। এতে উৎপাদন খরচ ও কৃষকের শ্রমের ন্যায্যতা বজায় থাকবে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের বিসিক শিল্প এলাকায় বিএডিসি আলুবীজ হিমাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাষিরা। সংবাদ সম্মেলনে কৃষক প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে বিএডিসি উৎপাদিত আলুবীজের মূল্য গ্রেডভেদে কেজিপ্রতি মাত্র ২৬-২৮ টাকা নির্ধারণ করেছে, যা উৎপাদন ব্যয়ের চেয়েও কম। এতে কৃষকেরা চরমভাবে আর্থিক ক্ষতির মুখে আছেন।

চাষিদের পক্ষে বেলাল আকন্দ বলেন, আলুবীজের দাম কমিয়ে দেওয়া হয়েছে। অথচ সার, বীজ, কীটনাশকসহ সব কিছুর দাম বেড়েছে। আমরা উৎপাদন করেছি কেজিপ্রতি প্রায় ৩০ টাকা, সেখানে ২৬-২৮ টাকায় বিক্রি করতে বলা হচ্ছে। গত মৌসুমে আমরা বিএডিসি থেকে বীজ কিনেছি ৪৫-৪৬ টাকা দরে। এবার বেড়ে হয়েছে ৫৮, ৬২ ও ৭২ টাকা। অথচ উৎপাদিত বীজ লোকসান করে বিক্রি করতে হচ্ছে।

কৃষকেরা জানান, চুক্তিভিত্তিক চাষে আলুবীজ উৎপাদনে ঝুঁকি বেশি, কিন্তু ফলন কম। খাওয়ার আলুর চেয়ে প্রতি একরে ফলন কমে প্রায় ৯০ মণ পাওয়া যায়। এরপরও যদি ন্যায্যদাম না থাকে, তাহলে ভবিষ্যতে বীজ উৎপাদনে অনীহা থাকবে। বিএডিসির নিজস্ব বীজ উৎপাদন কর্মসূচি হুমকির মুখে পড়বে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে কৃষকের আকুতি বিবেচনার অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে বিএডিসি হিমাগার বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, কৃষকের উৎপাদিত আলুবীজে লোকসান হচ্ছে উল্লেখ করে দাম বাড়ানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা