চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়ার প্রতিবাদ জানাতে যাওয়ায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে নরসিংদীর পলাশে এই ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিটুনিতে নিহত দুজনের মধ্যে একজন সাকিব মিয়া (২০), অপরজন রাকিব মিয়া (২৬)। তারা পলাশ উপজেলার করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের একজনকে গণপিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। হিমেলকে চুরির অপবাদে গণপিটুনির দেওয়ার প্রতিবাদ জানাতে ভাগদী এলাকায় যান সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোকজন। সেখানে তর্কবিতর্কের মধ্যে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে পিটুনিতে আহত হয় সাকিব ও রাকিব।
পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে সাকিবকে নরসিংদী সদর হাসপাতাল ও রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
নরসিংদী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুদীপ কুমার সাহা বলেন, ‘সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। রাকিবকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পথে তিনিও মারা যান। সাকিবের মাথা ও শরীরে অনেক জখমের চিহ্ন রয়েছে। রাকিবের বুকের পাজর ভাঙা ছিল।’
পুলিশ কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে চুরির ঘটনা নিয়ে পিটুনির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            