দরজায় কড়া নাড়ছে ঈদ। এ কারণে শেষ সময়েও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ নেই দক্ষিণবঙ্গের প্রবেশ পথ হিসেবে খ্যাত ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে। স্বাভাবিক সময়ের মতোই নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে ওই মহাসড়কে।
যানবাহনের বাড়তি চাপ না থাকায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। দ্রুত টোল দিয়ে পদ্মা সেতু পারি দিচ্ছে বাহনগুলো।
রবিবারও (৩০ মার্চ) দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। তবে মহাসড়কের কোথাও যানজট বা ভোগান্তির খবর নেই।
এদিকেম, রবিবার সকাল ৮টায় পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় শনিবার টোল আদায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার ২০০ টাকা। এই সময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ২৪ হাজার ৩০৫টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েছে ১২ হাজার ৬১৯টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ৩৬হাজার ৯২৪টি যানবাহন। যার মধ্যে মোটরসাইকেল ছিল ৮ হাজার ৭৫৫টি।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            