বলিউডে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়, তবে কিছু সম্পর্ক ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালেই নাকি নতুন জীবনে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সব ইঙ্গিত বলছে, বিয়ের পর তিনি যুক্ত হবেন মোদি পরিবারে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, শ্রদ্ধার জীবনের বিশেষ মানুষ হলেন চিত্রনাট্যকার রাহুল মোদি। প্রকাশ্যে খুব একটা না এলেও বলিউডের অন্দরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে। একাধিক সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত পার্টি ও ঘরোয়া আড্ডায় একসঙ্গে দেখা গেছে এই দুজনকে।
নিজের ব্যক্তিগত বিষয় বরাবরই আড়ালেই রাখতে পছন্দ করেন শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তরে তার ছোট্ট একটি মন্তব্য—“আমি বিয়ে করছি”—নতুন করে জল্পনাকে আরও জোরালো করে তোলে।
রাহুল মোদি পর্দার আড়ালের একজন সফল নাম। জনপ্রিয় একাধিক হিট ছবির চিত্রনাট্য ও পরিচালনা টিমের সঙ্গে যুক্ত থেকে তিনি ইতোমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। গ্ল্যামারের বাইরে থেকেও বলিউডে যে শক্ত অবস্থান তৈরি করা যায়, তার উদাহরণ তিনি নিজেই।
প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় বিয়ে। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হবে এই যুগলের।
যদিও শ্রদ্ধা বা রাহুল কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে নেপথ্যে।
আমারবাঙলা/এসএবি