নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, হতাশ হওয়ার কিছু নেই, সরকার আপনাদের পাশে আছে। জনগণের সমস্যার সমাধান করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
সকালে জেলা প্রশাসক দৌলতপুর ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান শুভ, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া, মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা মো. মাহতাবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ সামীমসহ অন্যান্য কর্মকর্তারা।
বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং সরাসরি জেলা প্রশাসকের কাছে তাঁদের নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলো বিশেষ গুরুত্ব পায়।
জেলা প্রশাসক মনোযোগ সহকারে জনসাধারণের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি দৌলতপুর, একদুয়ারিয়া, শুকুন্দী, চন্দনবাড়ী, চালাকচর ও কাচিকাটা ইউনিয়ন পরিষদসহ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। বিভিন্ন স্থানে গণশুনানির মাধ্যমে নাগরিক সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/এসএ