জেলা প্রতিনিধি: বরগুনা জেলার পাথরঘাটার কাকচিড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি ঘটেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকেরা হলেন- উপজেলার রায়হানপুর ইউনিয়নের খাসতবক এলাকার বাবুল হওলাদারের ছেলে মো. রাকিব (১৮), জামিরতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাকিব (১৮) এবং রূপধন এলাকার নাসির উদ্দিনের ছেলে তানভীর (২০)।
পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু কাকচিড়া এলাকা থেকে বাজারে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়। গন্তব্যে পৌঁছাতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা।
এর মধ্যে হঠাৎ মোটরসাইকেলের হেডলাইট বন্ধ হয়ে যায়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            