চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস (হাইস) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে গাড়িতে থাকা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বিয়েতে যাচ্ছিল বরযাত্রীবাহী মাইক্রোবাস গাড়িটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাস গাড়িটি অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এসময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় স্থানীয় বিএম হাসপাতালে। এসময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়ি তুলে দেয়ায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমারবাঙলা/এসএ