চট্টগ্রাম নগরীর ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ সংঘটিত ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসান (২৮) কে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ কুমিল্লার যৌথ দল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
রুবেল প্রকাশ রবিউল হাসান, লক্ষীপুর জেলার রামগতি থানাধীন মোহাম্মদপুর বাজারের আব্দুল মমিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় দায়ের হওয়া ১৭ মামলায় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসান। তাকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক ৮টায় র্যাব-৭ ও র্যাব-১১-এর সমন্বিত আভিযানিক দল চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল প্রকাশ রবিউল হাসান গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব কর্মকর্তারা।