ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে বিজিবির মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৪৭ ব্যাটালিয়ন। গতকাল বিকেলে পৃথক দুইটি বিওপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। তেতুলবাড়ী বিওপির আয়োজনে তেতুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং রংমহল বিওপির আয়োজনে খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা দুটি হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। দুই স্থানে মিলিয়ে প্রায় ৪৫০ থেকে ৪৬০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।

সভায় অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, পার্শ্ববর্তী ভারতে বর্তমানে এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম চলছে। এ পরিস্থিতিতে বিএসএফ সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় জনগণ ও আনসার–ভিডিপিকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সীমান্তের ওপারের আত্মীয়–স্বজনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানানো, বিএসএফের গেইট পাহারা দেওয়া, পুশ-ইন ঠেকাতে বিজিবির পাশে থাকা—এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

বিজিবির অধিনায়ক সীমান্ত নিরাপত্তায় স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে আরও বলেন, সীমান্ত আইন মেনে চলা, সন্দেহজনক যেকোনো কার্যকলাপ তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো এবং চোরাচালান প্রতিরোধে জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তিনি মাদক, অবৈধ অস্ত্র ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালানের সামাজিক ও নিরাপত্তাজনিত ক্ষতির দিক তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া শূন্য রেখা অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত এলাকায় বিচরণ না করা, গবাদিপশু শূন্য লাইনে না চরানো, ভারতীয় জমি লিজ না নেওয়া বা চাষ না করা এবং অহেতুক সীমান্তে যাতায়াত না করার পরামর্শ দেন তিনি।

সভায় জানানো হয়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বয় আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীতল পাটির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে; পেশা বদলে নিচ্ছেন কারিগররা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধুলিজোড়া গ্রামে একসময় শীতল পাটির ব্যাপক কদর ছিল।...

অনুমতি ছাড়াই ভোজ্যতেলের দাম বৃদ্ধি

সরকারের অনুমতি ছাড়া ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর পর তেল আমদানিকারক ও...

টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষায় কর্মশালা 

টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয...

ইডেন কলেজ শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে সড়ক অবরোধ

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার বিরোধিতা...

বিপিএল শুরু ২৬ ডিসেম্বর, ফাইনাল ২৩ জানুয়ারি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসি...

কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ...

বড়লেখায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা শিক্ষার্থীর

মৌলভীবাজারের বড়লেখায় নবম শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার হলরুমে...

কুষ্টিয়ায় সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে বিজিবির মতবিনিময়

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড...

কুষ্টিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় বয়স্ক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাত–পা বাঁধা অবস্থায় খাইরুন নেছা (৬০) নামের...

কুলাউড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. ছা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা