চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এ দু’জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় থানা পুলিশ।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।