খেলা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে হামজার

ক্রীড়া প্রতিবেদক

মাথা ভর্তি ঝাকড়া চুল। হয়তো এই কারণেই একটু আলাদাভাবেই পড়েন সবার নজরে। ২৭ বসন্তে পা রাখা পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার ছেলেটি ফুটবল মাঠে সামলান নিজ দলের মিডফিল্ড। ডিফেন্সিভ মিড ফিল্ডার হিসেবে মাঠ মাতান তিনি। খেলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডের হয়ে। বলছি বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরির কথা।

যতোই ঘড়ির কাটা ঘুরছে, ততোই ঘনিয়ে আসছে হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে মাঠে নামার সময়। আগামী ২৫ মার্চ লাল-সবুজের জার্সিতে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের।

হামজার বাবার নাম দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। মা রাফিয়া চৌধুরী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। ছোটবেলায় এই দেশের আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। ২০২২ সালের অক্টোবরে, লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন। এরপর কেটে গেছে তিনটি বছর। শেষ পর্যন্ত শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজ দেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরির।

তবে হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল তার। তাই তো ৫ বছর বয়সেই তাকে ভর্তি করা হয়েছিল লাফবোরো ফুটবল ক্লাবে। লেস্টারের মূল দলে যোগ দেয়ার আগে অধিনায়কত্ব করেছেন ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলের। ৭টি ম্যাচও খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে।

যুবক বয়সেই ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের অনসন্ধানী দলের নজরে পড়েছিলেন হামজা। সে তালিকায় ছিল লেস্টার সিটি। শেষ পর্যন্ত তাকে লেস্টার সিটির একাডেমিতে ভর্তি করিয়েছিলেন হামজার বাবা। বয়স ১৮ বছর হওয়ার পর হামজার সঙ্গে চুক্তিবদ্ধ হয় লেস্টার। ২০০৫ থেকে টানা ১০ বছর হামজা খেলেন ক্লাবটির যুব দলে। এরপর মূল দলে খেলা শুরু করেন ২০১৫ সালে।

লেস্টারের হয়ে এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছেন হামজা। ২০২১ সালে জিতেছেন ইংলিশ এফএ কাপ এবং ২০২২ সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনি প্রচারণায় সোমবার কুষ্টিয়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী...

কাউয়াদিঘি হাওরপাড়ের কৃষকদের চিন্তার ভাঁজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরের পূর্ব দিকে জালালপুর পেটুর বন এল...

জামায়াতের তুলনায় বিএনপিতে পাকিস্তানপন্থী রাজাকার বেশি : ডা. সুলতান আহমদ

বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান...

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য

ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা...

গাই বাঁধার দড়ি দিয়ে চাঁদাবাজদের বাঁধতে হবে: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছ...

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি, আইনি পথে যাচ্ছে না বোর্ড

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে&mda...

রাত ৮টার পর নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার নিষিদ্ধ: ইসি

নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ও লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে স্...

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মহাসমাবেশকে কেন্দ্র করে নগরের পলোগ...

আমি এসেছি একজন সন্তান হিসেবে”—দাগনভূঞায় বাবার পক্ষে গণসংযোগে তাবিথ আউয়াল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা