খেলা

আর্থিক সংকট, রাইফেল-পিস্তল লকারে, বন্ধ এসএ গেমসের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

চার ইভেন্টের ২০ শুটার নিয়ে ১ জুলাই বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে শুরু হয়েছিল সাউথ এশিয়ান গেমসের (এসএ) প্রশিক্ষণ ক্যাম্প। কিন্তু নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ২১ জুলাই তা বন্ধ হয়ে গেছে।

ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক জি এম হায়দারের দাবি, হাতে টাকা নেই বলে বাধ্য হয়েই ক্যাম্প বন্ধ করতে হয়েছে। হায়দার বলেন, ‘ক্যাম্প বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। টাকা নেই, ক্যাম্পটা কীভাবে চালাব!’ আগের কমিটির রেখে যাওয়া শুটারদের রাইফেল-পিস্তলও বুঝে পাননি বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। তিনি বলেন, ‘আমার গুলির (রাইফেল-পিস্তল) লকার বন্ধ। আমার তো গুলি লাগবে। ওটা সিলগালা।’

আগের কমিটি সবকিছু বুঝিয়ে না দেওয়ায় চাইলেই লকার খুলতে পারছে না শুটিংয়ের বর্তমান কমিটি। হায়দার ব্যাখ্যা করলেন এর কারণও, ‘কতগুলো গুলি আছে, কাকে কাকে দেওয়া হয়েছে, অবশিষ্ট কী আছে...এগুলোর জবাব দিতে হবে না? আমরা অনেক চ্যালেঞ্জে আছি।’

এক বছরের বেশি সময় একপ্রকার শুয়েবসেই পার করেছেন দেশের শুটাররা। ছিল না নিয়মিত কোনো অনুশীলন বা টুর্নামেন্ট। গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ক্যাম্প চালুর তাগিদ দিলে নড়েচড়ে বসে ফেডারেশন। কিন্তু ১৬ জুলাই শুটিংয়ে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ২১ জুলাই ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।

জি এম হায়দার জানান, ক্যাম্পে শুটারদের থাকার ব্যবস্থাও ভালো নয়। ক্যাম্প চালু করতে হলে ডরমিটরিতে অনেক মেরামত প্রয়োজন। তাঁদের হাতে মেরামতের টাকাটাও নাকি এ মুহূর্তে নেই, ‘রুমগুলোর অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হলে পানি পড়ে, শোয়ার বালিশ নেই। এগুলো ঠিকঠাক করতে টাকা দরকার, সময় দরকার। শুটারদের রাখলেই হবে না, তাদের খাওয়াতে হবে। আমরা ব্যাংকেও লেনদেন করতে পারছি না। সাময়িকভাবে ক্যাম্প বন্ধ করেছি, যত দ্রুত সম্ভব আবার চালু করে দেব।’

দ্রুত ক্যাম্প চালুর বিষয়ে শুটারদেরও আশ্বস্ত করেছেন বর্তমান কমিটির সদস্যরা। এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে রুপা এবং জাতীয় প্রতিযোগিতায় দুই সোনা জেতা অর্ণব শারার বলেন, ‘নতুন কমিটি আমাদের বলেছে, আমরা আগে সবকিছু বুঝে নিই। আবাসিক কিছু সমস্যাও আছে। সেগুলো ঠিকঠাক করে আবার পুরোদমে ক্যাম্প চালু করব।’

কবে ক্যাম্প চালু হবে, তা এখনো অনিশ্চিত। তবে শুটাররা ক্যাম্পে ফেরার অপেক্ষায় দিন গুনছেন। ২০১৯ এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতা রবিউল ইসলাম বলেন, ‘অনেক দিন ফেডারেশন বন্ধ ছিল। শুনলাম, অনেক কিছু নষ্ট হয়ে আছে, সেগুলো নাকি ঠিক করতে হবে। তাই আমাদের ছুটি দিয়ে দিয়েছে। আশা করি, শিগগিরই আবার ক্যাম্পে ফিরতে পারব।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

মহান বিজয় দিবসে বান্দরবান পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্...

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের প্রীতিভোজ

মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা