ছবি: সংগৃহীত
জাতীয়

আনসার সদস্যদের জন্য বাড়তি ৪৪৬ কোটি টাকা বরাদ্দ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম (পোশাক) কিনতে বাড়তি ৪৪৬ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরমধ্যে অস্ত্র ও গোলাবারুদের জন্য ১৯১ কোটি টাকা এবং ইউনিফর্মের জন্য ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে আনসার-ভিডিপির প্রায় ৫ লাখ ৮৫ হাজার সদস্যের জন্য নিরাপত্তা সামগ্রী কিনতে ৩১ কোটি টাকা এবং মোটরযান কিনতে ২৮ কোটি টাকা ব্যয় হবে বলে ১০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনসারের অস্ত্র ও গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী, মোটরযান ও প্রশিক্ষণের জন্য ২০৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

আগের প্রস্তাব ও অনুমোদন

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে গত ৬ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার সদস্যদের জন্য সরঞ্জাম কিনতে ৬৮৭ কোটি টাকা চেয়ে প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয় তখন অস্ত্র ও গোলাবারুদ কিনতে মাত্র ২৭ কোটি টাকা অনুমোদন দিয়ে বাকি প্রস্তাব ফেরত পাঠায়।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগস্টের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় বরাদ্দ নির্বাচন কমিশনের অনুকূলে আছে। প্রয়োজনীয় ব্যয়ের জন্য কমিশনের বরাদ্দ থেকে অর্থ নিতে বলা হয়।

এরপর ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে বাড়তি বরাদ্দের বিষয়ে আলোচনা হয় এবং অর্থ সচিব নীতিগতভাবে সম্মতি দেন। এর ভিত্তিতেই নতুন করে ৪৪৬ কোটি টাকা বরাদ্দের আবেদন জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচনের প্রস্তুতি জোরদার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছে এবং জানিয়েছে, আগামী ডিসেম্বরের প্রথমভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন সাজানোসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি শুরু করছে।

আনসারের জন্য বাড়তি বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নির্বাচনে সারাদেশে ৪৫ হাজার ভোটকেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে ও প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় ১ লাখ ৩৫ হাজার আনসার সদস্য এবং ৪ লাখ ৫০ হাজার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী ও মোটরযানের জন্য নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত অর্থ প্রয়োজন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জাম কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,০৮০ কোটি টাকা।’

তিনি আরও যোগ করেন, ‘নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে অর্থ মন্ত্রণালয় কী ধরনের সহযোগিতা করতে পারে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের অর্থ বরাদ্দ দিতে কোনো কার্পণ্য করবে না সরকার।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন...

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরও ঝুঁকিপূর্ণ হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের...

একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ‘কার্টেল’ ধরনের রাজনীতি রয়েছে বলে মন্তব্য করেছেন জামা...

শীতকে বিদায় জানালেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানে...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর আরও ঝুঁকিপূর্ণ হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা