জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার উল্লেখযোগ্য অগ্রগতিতে সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন সেক্টরে সে দেশের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।

বুধবার (৭ মে) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে স্টেট গেস্ট হাউস যমুনায় সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেন।

এ সময় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানকে কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আল নাহায়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তাদের অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলে ছিলেন আহমেদ বিন আলিআল সায়েগ, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল রহমান আল হাউই, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি।

আল নাহিয়ান বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রপতির নির্দেশে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্ব করতে সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপ আয়োজন করেছে তার আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে নিশ্চিত করতে এবং সহযোগিতা করতে চাই। ’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমরা সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানাই, আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগকে স্বাগত জানাই।

ভিসা বিধি শিথিল করার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দরজা খোলার জন্য আপনাকে ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়া বাকি, আমরা আশা করি সেই সমস্যার সমাধান হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত দৈনিক ৩০ থেকে ৫০ জনের ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহে ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য প্রচুর ভিসাও দ্রুত করা হয়েছে। এছাড়া দক্ষ নিয়োগ ভিসার অনলাইন ব্যবস্থা পুনরায় চালু করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফ ইত্যাদির জন্য ভিসা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ রুটের মাধ্যমে জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীর জন্য পাঁচশ ভিসা অবিলম্বে পাইপলাইনে, আরও এক হাজার অনুমোদনসহ জারি করা হয়েছে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদী এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘন্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে...

র্দীঘ ১১মাস ধরে ঘরবন্দী অসহায় এক পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলে নিতে ১১ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দী করে রা...

পিলখানা হত্যার ষড়যন্ত্রে ‘ভারতের যোগ’ পেয়েছে কমিশন

পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ‘দীর্ঘ সময় ধরে পরিকল্পনা’ এবং এর সঙ্গে...

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্য...

ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ...

মৌলভীবাজারে শতকোটি ঘনফুট গ্যাসের মজুত

চায়ের রাজ্য হিসেবে খ্যাত মৌলভীবাজার এবার গ্যাসসম্পদেও গুরুত্বপূর্ণ অবস্থান দখ...

জুলাই আন্দোলনে বাধাদানের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষক ও ১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

জুলাই আন্দোলনে বাধাদান, হুমকি প্রদান ও চিকিৎসাসেবা ব্যাহত করার অভিযোগের সত্যত...

জুলাই আন্দোলনে বাধাদানের দায়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

জুলাই আন্দোলনে বাধাদান, ধর্ষণের হুমকি ও আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা ব্যাহত...

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র–গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা