জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার উল্লেখযোগ্য অগ্রগতিতে সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন সেক্টরে সে দেশের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।

বুধবার (৭ মে) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে স্টেট গেস্ট হাউস যমুনায় সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেন।

এ সময় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানকে কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আল নাহায়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তাদের অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলে ছিলেন আহমেদ বিন আলিআল সায়েগ, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল রহমান আল হাউই, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি।

আল নাহিয়ান বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রপতির নির্দেশে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্ব করতে সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপ আয়োজন করেছে তার আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে নিশ্চিত করতে এবং সহযোগিতা করতে চাই। ’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমরা সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানাই, আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগকে স্বাগত জানাই।

ভিসা বিধি শিথিল করার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দরজা খোলার জন্য আপনাকে ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়া বাকি, আমরা আশা করি সেই সমস্যার সমাধান হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত দৈনিক ৩০ থেকে ৫০ জনের ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহে ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য প্রচুর ভিসাও দ্রুত করা হয়েছে। এছাড়া দক্ষ নিয়োগ ভিসার অনলাইন ব্যবস্থা পুনরায় চালু করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফ ইত্যাদির জন্য ভিসা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ রুটের মাধ্যমে জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীর জন্য পাঁচশ ভিসা অবিলম্বে পাইপলাইনে, আরও এক হাজার অনুমোদনসহ জারি করা হয়েছে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদী এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সময়ের পালাবদলে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ

সময় যেন নিঃশব্দে বদলে যায়। একসময় মৌলভীবাজারের জুড়ীর গ্রামগুলোতে হেমন্ত মানেই...

খাদ্য অনিয়মে ‘দয়াময়ী মিষ্টান্ন’কে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার মিষ্টির দোকান ‘দয়াময়ী মিষ্টান্ন’...

চালাকচর বাজারে ভোক্তা অধিকারের অভিযান

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি, নরসিংদী জেলায় চালাকচর বাজ...

বে–টার্মিনালে বিনিয়োগের আগে প্রকল্প যাচাইয়ে ব্যস্ত বিশ্বব্যাংক টিম

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণে সবচেয়ে বড় উদ্যোগ ‘বে–টার্মি...

১০ ডিসেম্বর হতে পারে তফসিল ঘোষণা

আগামী ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে র...

চট্টগ্রাম মেডিকেলের পাশে অচেনা ব্যক্তির লাশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে অজ্ঞাত এক ব্যক্তির...

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে বিট কর্মকর্তা গুরুতর আহত

চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে...

টেকনাফে সমুদ্রপথে মানবপাচার, দালাল চক্রের ২ সদস্য বিজিবির জালে

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরপথে বিদেশে পাচারের সময় দুটি মানবপাচারকারী চক্রে...

রাঙ্গুনিয়ায় বিয়ের পরদিনই সড়ক দুর্ঘটনাট কবলে নবদম্পতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের একদিন না পেরোতেই মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আ...

জঙ্গলে মিলল লালরাম সাং বমের গলিত দেহ

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ময়ূরপাড়া এলাকার গভীর জঙ্গল থেকে লাল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা