জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার উল্লেখযোগ্য অগ্রগতিতে সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন সেক্টরে সে দেশের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।

বুধবার (৭ মে) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে স্টেট গেস্ট হাউস যমুনায় সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেন।

এ সময় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানকে কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আল নাহায়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তাদের অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলে ছিলেন আহমেদ বিন আলিআল সায়েগ, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল রহমান আল হাউই, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি।

আল নাহিয়ান বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রপতির নির্দেশে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্ব করতে সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপ আয়োজন করেছে তার আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে নিশ্চিত করতে এবং সহযোগিতা করতে চাই। ’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমরা সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানাই, আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগকে স্বাগত জানাই।

ভিসা বিধি শিথিল করার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দরজা খোলার জন্য আপনাকে ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়া বাকি, আমরা আশা করি সেই সমস্যার সমাধান হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত দৈনিক ৩০ থেকে ৫০ জনের ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহে ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য প্রচুর ভিসাও দ্রুত করা হয়েছে। এছাড়া দক্ষ নিয়োগ ভিসার অনলাইন ব্যবস্থা পুনরায় চালু করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফ ইত্যাদির জন্য ভিসা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ রুটের মাধ্যমে জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীর জন্য পাঁচশ ভিসা অবিলম্বে পাইপলাইনে, আরও এক হাজার অনুমোদনসহ জারি করা হয়েছে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদী এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন রাফাল, এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ‘ভূপাতিত’

পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। প...

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির সিনিয়র ভাইস চেয়া...

কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

সারাদেশের ন্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা অফিসে অভিযান...

শমিত জুনে খেলবেন হামজার সঙ্গে

বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই শমিত সোমের। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হা...

ভারতের হামলায় উচ্ছ্বসিত বলিউড তারকারা

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের...

দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে পিটি...

টিসিবি পন্যের অনিয়ম রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

টিসিবি পন্যের কালোবাজারি, ওজনে কারচুপি ও অনিয়ম রোধে টিসিবি কর্তৃপক্ষ ও জাতীয়...

ছেলের চুরির অভিযোগে মাকে ‘নাকে খত’; সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ...

‘শামীমকে জুতা দিয়ে পিটাইতে চাইছিলাম’

হঠাৎ করেই উত্তাল দেশের নাট্যাঙ্গন। ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বির...

পেসার রুবেলের ভাতিজা নিখোঁজ

নিখোঁজ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের এক ভাতিজা। তামিম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা