জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার উল্লেখযোগ্য অগ্রগতিতে সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন সেক্টরে সে দেশের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।

বুধবার (৭ মে) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে স্টেট গেস্ট হাউস যমুনায় সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেন।

এ সময় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানকে কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আল নাহায়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তাদের অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলে ছিলেন আহমেদ বিন আলিআল সায়েগ, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল রহমান আল হাউই, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি।

আল নাহিয়ান বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রপতির নির্দেশে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্ব করতে সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপ আয়োজন করেছে তার আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে নিশ্চিত করতে এবং সহযোগিতা করতে চাই। ’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমরা সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানাই, আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগকে স্বাগত জানাই।

ভিসা বিধি শিথিল করার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দরজা খোলার জন্য আপনাকে ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়া বাকি, আমরা আশা করি সেই সমস্যার সমাধান হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত দৈনিক ৩০ থেকে ৫০ জনের ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহে ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য প্রচুর ভিসাও দ্রুত করা হয়েছে। এছাড়া দক্ষ নিয়োগ ভিসার অনলাইন ব্যবস্থা পুনরায় চালু করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফ ইত্যাদির জন্য ভিসা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ রুটের মাধ্যমে জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীর জন্য পাঁচশ ভিসা অবিলম্বে পাইপলাইনে, আরও এক হাজার অনুমোদনসহ জারি করা হয়েছে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদী এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজারে নিরাপত্তার ভরসা আপেল মাহমুদ, তাই আপাতত বদলি নয়

শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ হতেই পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। স...

মনোহরদীতে ‘জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদি...

হাটহাজারীতে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায়...

তারেক রহমানের প্রত্যাবর্তন: ৩০০ ফিটে মহাসমাগম, ঢাকামুখী লাখো নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডি...

বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাল চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্...

বড়দিন উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, পটকা-আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দেশ...

হাটহাজারীতে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায়...

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়ে...

দায়িত্ব নিয়েই ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মামদানি

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণে...

বিএনপির সঙ্গে নয়, এককভাবে নির্বাচনে যাবে এলডিপি: কর্নেল অলি

বিএনপির সঙ্গে রাজনৈতিক জোট না করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা