জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার উল্লেখযোগ্য অগ্রগতিতে সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন সেক্টরে সে দেশের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান।

বুধবার (৭ মে) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে স্টেট গেস্ট হাউস যমুনায় সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেন।

এ সময় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানকে কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আল নাহায়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তাদের অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলে ছিলেন আহমেদ বিন আলিআল সায়েগ, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল রহমান আল হাউই, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি।

আল নাহিয়ান বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রপতির নির্দেশে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্ব করতে সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপ আয়োজন করেছে তার আমরা প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে নিশ্চিত করতে এবং সহযোগিতা করতে চাই। ’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমরা সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানাই, আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগকে স্বাগত জানাই।

ভিসা বিধি শিথিল করার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দরজা খোলার জন্য আপনাকে ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়া বাকি, আমরা আশা করি সেই সমস্যার সমাধান হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত দৈনিক ৩০ থেকে ৫০ জনের ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহে ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য প্রচুর ভিসাও দ্রুত করা হয়েছে। এছাড়া দক্ষ নিয়োগ ভিসার অনলাইন ব্যবস্থা পুনরায় চালু করেছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফ ইত্যাদির জন্য ভিসা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ রুটের মাধ্যমে জারি করা হয়েছে। নিরাপত্তারক্ষীর জন্য পাঁচশ ভিসা অবিলম্বে পাইপলাইনে, আরও এক হাজার অনুমোদনসহ জারি করা হয়েছে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদী এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেগম খালেদা জিয়া ঐক্য, সার্বভৌম, গণতন্ত্র, মুক্তি ও আস্থার প্রতীক: ইসরাফিল

চট্টগ্রাম-১১ আসনের হাজারো নেতাকর্মী একত্রিত হয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগ...

চট্টগ্রামে যুবদলের সেই এমদাদুল হক বাদশা'র বহিষ্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্র...

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে সচিব

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদ...

'দ্রুত নির্বাচন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে'

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন যত দ্রুত সম্পন্ন হব...

লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাতে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্ন...

চট্টগ্রামে যুবদলের সেই এমদাদুল হক বাদশা'র বহিষ্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কার আদেশ প্র...

চট্টগ্রামে ট্রেনে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বদরউদ্দিন মার্কেটের এস কে ট্রেডার্সের মালিক, বিশি...

বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

দেশের চিনিকলে উৎপাদিত চিনি আগে বিক্রি হবে বলে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের...

মায়ানমারে পাচারকালে ঔষধসহ আটক ৬

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পা...

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা