সংগৃহীত
স্বাস্থ্য
বিএসএমএমইউর গবেষণা প্রতিবেদন

দেশে প্রবীণদের এক-চতুর্থাংশ অপুষ্টিতে ভুগছে

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রবীণ জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ অপুষ্টিতে ভুগছে। তাদের মধ্যে বাড়ছে নিরাময় অযোগ্য ব্যাধি। দেশের প্রবীণরা কী কী কারণে অপুষ্টিতে ভোগেন তা খুঁজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গবেষণা চালায়।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগ পরিচালিত সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, দেশে পুষ্টিহীন লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে এর মধ্যে প্রবীণদের সংখ্যাই বেশি। দেশে প্রতি ১০০ জন প্রবীণের মধ্যে পুষ্টিহীনতায় ভুগছেন ২৫ জন। আর পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছেন ৬৫ দশমিক তিন শতাংশ প্রবীণ। পুরুষের তুলনায় অপুষ্টিতে ভোগা নারী প্রবীণের সংখ্যা বেশি। এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।

গবেষণায় দেখা গেছে, বিষণ্নতায় ভোগা প্রায় ৪০ শতাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগছেন। স্বাভাবিকের তুলনায় বিষণ্নতায় ভোগা প্রবীণদের অপুষ্টিতে ভোগার আশঙ্কা ১৫ দশমিক ছয় গুণ বেশি। জীবনসঙ্গীবিহীন (বিধবা, বিপত্নীক, অবিবাহিত) প্রবীণদের মাঝে অপুষ্টির হার ২৮ দশমিক ছয় শতাংশ ও পুষ্টিহীনতার ঝুঁকি ৬৫ দশমিক তিন শতাংশ।

‘বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রবীণদের বাত-ব্যথার ব্যাপকতা’ শীর্ষক অপর এক গবেষণায় দেখা গেছে, ৫২ শতাংশ প্রবীণ বাত-ব্যথায় ভুগছেন, যাদের অর্ধেকের বেশি মাঝারি মাত্রায় শারীরিকভাবে অক্ষম। পুরুষদের মধ্যে এই হার ৪৩ দশমিক চার এবং নারীদের মধ্যে ৫৬ দশমিক ছয় শতাংশ।

জেরিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামনুন এফ তাহা বলেন, প্রত্যেক দেশে প্রবীণদের জন্যে দুইটি টিকা বাধ্যতামূলক। এগুলো হলো— ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ও নিউমোনিয়া ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের দেশে প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে একবার করে দিতে হবে।

তিনি বলেন, প্রতি বছর ফ্লুর ভ্যাকসিন নিতে হয়, কারণ প্রতি বছর ফ্লুর ধরন বদলে যায়। বয়স্কদের আরেকটি সমস্যা বেশি হয়, তা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া থেকে বাঁচতে নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হয়। এই ভ্যাকসিন জীবনে একবার নিলেও চলে, আবার কিছু আছে পাঁচ বছরে একবার নিতে হয়।

প্রবীণদের এই চিকিৎসক বলেন, আমাদের দেশে বাচ্চাদের যেভাবে রোগপ্রতিরোধক্ষমতা বাড়াতে কাজ হয়, বয়স্কদের ক্ষেত্রে তা ঠিকমতো হয় না। ফলে বয়স্কদের সমস্যা বেশি হয়। প্রবীণদের এই দুই ভ্যাকসিন না নেওয়ার কারণে সর্দি, কাশি, নিউমোনিয়া এ ধরনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাগুলো বেশি দেখা দেয়। আমাদের দেশে এই দুই টিকা অতিদ্রুত পঞ্চাশোর্ধ্বদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

অধ্যাপক সামনুন বলেন, শীতের সময় বয়স্কদের অস্টিয় আর্থ্রাইটিস, হাড়ের সমস্যার কারণে সারা শরীরে ব্যথা বেড়ে যায়। বয়স্কদের আরো সমস্যা রয়েছে। গ্রামে সব বাসায় টয়লেট দূরে থাকে, বয়স্কদের রাতে কয়েকবার উঠতে হয় টয়লেটে যাওয়ার জন্য, এটি একটি বড় সমস্যা। টয়লেট যাওয়ার সময় তারা অনেক ক্ষেত্রে পড়ে গিয়ে গুরুতর জখম হন। আমাদের এ ব্যাপারে সচেতনতা বাড়াতে ব্যবস্থা নেওয়া উচিত। অনেকের প্রয়োজনীয় শীতবস্ত্র জোগাড় করার সামর্থ্য নেই। তাদের জন্য শীত নিবারণ বেশ কঠিন। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে প্রবীণদের জন্য বড় সমস্যা বায়ুদূষণ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাথায় তারেক রহমানের স্নেহের হাত, রাজনীতিতে দীপ্তির ত্যাগের স্বীকৃতি

চট্টগ্রাম প্রোগ্রাম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে আবেগঘন মুহূর্ত...

মনোহরদীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় দোকানদারকে জরিমানা

মনোহরদী বাজারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত...

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধা...

মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোনে ঝুঁকির মুখে সেতু ও জনজীবন

মৌলভীবাজারের কুলাউড়ায় নদী শাসন আইন না মেনে অবাধে মনু নদীর তলদেশ খনন করে বালু...

আমি এসেছি একজন সন্তান হিসেবে”—দাগনভূঞায় বাবার পক্ষে গণসংযোগে তাবিথ আউয়াল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব...

চান্দগাঁওয়ে গ্যাস লাইনের আগুনে তিনজন দগ্ধ

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় গ্যাসের চুলার লাইন মেরাম...

বিদ্যুৎ, হাসপাতাল ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমেদের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক...

মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পিড বোট দুর্ঘটনায় নারী নিহত

কক্সবাজার: মহেশখালী থেকে কক্সবাজারগামী নৌপথে দুটি স্পিড বোটের সংঘর্ষে গুরুতর...

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দল...

কাল ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা