সংগৃহীত
ফিচার

বাগেরহাটে সুস্বাদু “সাম্মাম” ফলের পরীক্ষামূলক চাষ শুরু

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল সাম্মাম। বর্তমানে বাগেরহাটের ফকিরহাটে এই ফলের চাষ শুরু করেছে কৃষকরা।

উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা-ধনপোতা মৎস্য ঘেরের উপর মাচায় ধরেছে সাম্মাম। সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করছে ফলগুলো। প্রায় প্রতিটি গাছে দুই থেকে তিনটি করে ফল ধরেছে। পলিথিন দিয়ে ঢাকা, ফাঁকে ফাঁকে পুরো খেত ফলে ভরে রয়েছে।

বেতাগার কৃষক রবিউল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এই চাষ শুরু করেন তিনি। নিজ ঘেরে জাল দিয়ে মাচা করে প্রথম পর্যায়ে সাম্মাম চাষ শুরু করেন। গত দুই মাস আগে এই ফলের চাষ করে তিনি ইতিমধ্যে প্রায় ২৫হাজার টাকার ফল বিক্রি করেছেন। কম খরচে সাম্মাম চাষ করে লাভের আশা দেখছেন তিনি।

কৃষক শেখ মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষামূলকভাবে তিনি ঘেরের পাড়ে সাম্মাম চাষ শুরু করেন। মৎস্য চাষ ও সবজি চাষের পাশাপাশি তিনি সাম্মাম ফলের চাষ করছেন। এসএসিপি এর প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এই ফলের চাষ করে লাভবান হবেন বলে জানান। ওই ফলের বাজার মূল্যে অনেক বেশি এবং চাষ লাভজনক হওয়ায় তিনি ঘেরের উপর মাচা করে সাম্মাম চাষ করেছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও সোলাইমান আলী মন্ডল জানান, মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলের হলেও বাগেরহাটের ফকিরহাটে মাটি সাম্মাম ফল চাষের উপযোগী। সাম্মাম ফলের চারা রোপণের দুই থেকে আড়াই মাসের মধ্যে ফল পাকা শুরু হয়।

সাম্মাম মূলত বেলে-দোয়াশ মাটিতে চাষ ভাল হয়। ফকিরহাটের অনেক অঞ্চলের মাটি সাম্মাম চাষের জন্য উপযোগী। অনেকে ঘেরের উপর মাচা করে সাম্মাম চাষ শুরু করেছেন। গাছের গোড়ার অংশের মাটি এক ধরনের পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে এসব কৃষকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে।

এছাড়া যে সকল ফলের চাহিদা বেশি সেই সব ফল চাষের জন্য কৃষকদেরকে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন বলেন, এসএসিপি এর আওতায় ফকিরহাটে পরীক্ষামুলকভাবে এই ফলের চাষ শুরু করেছে কৃষকরা। তিনি আরো জানান সাম্মামের চারা রোপণ করার পর এক থেকে দেড় মাসের মধ্যে গাছে ফুল ও ফল আসে।

আর সব মিলিয়ে আড়াই মাসের মধ্যে ফল তোলা যায়। এই ফলের চাষ করে লোকসানের আশঙ্কা নেই। সাম্মাম চাষে কেউ আগ্রহী হলে কৃষি অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজে...

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখতে হবে- বিএনপি প্রার্থী নাজমুল

সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য লুন্ঠিত অস্ত্র উদ্ধারে প্রশাসনের সক্রি...

হাদির হত্যাকারী ফয়সাল ভারতে পালিয়েছে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়...

শীতের দাপট বাড়ছে, বছরের শেষের দিনগুলোতে কমতে পারে তাপমাত্রা

মধ্য পৌষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেছে। রোববার (২৮ ডি...

শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়...

হাদি হত্যার আসামি ভারতে থাকলে ফেরত দেওয়ার আশ্বাস ভারতের: উপদেষ্টা রিজওয়ানা 

শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কেউ যদি ভারতের ভেতরে অবস্থান করে, সে ক্ষেত্র...

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন মীর হেলাল

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজীদ আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা