সংগৃহীত
বিনোদন

আমিরের প্রেমিকা গৌরী স্প্র্যাটের কী পরিচয়?

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা আমির খান তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে তার ছবি প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছিলেন সংবাদিকদের কাছে। তবে ইতোমধ্যে গৌরীর কিছু ছবি প্রকাশ হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক গৌরী সম্পর্কে।

গৌরীর সঙ্গে আমিরের যোগাযোগ শুরু ২৫ বছর আগে। মাঝে ছেদ পড়লেও কয়েক বছর আগে তাদের ফের যোগাযোগ হয়।

আমিরের ভাষ্য, গেল ১৮ মাস ধরে তারা একসঙ্গে আছেন। জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার (১৩ মার্চ) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের আমির রসিকতা করে বলেন, আপনাদের কিন্তু কিছুই টের পেতে দেইনি। অবশ্য মিডিয়ার ফোকাস অতটাও হয়তো আমার পরিবারের দিকে ছিল না।

বেঙ্গালুরু নিবাসী গৌরী সেখানকার খ্যাতনামা সেলুনের মালিক রীতা স্প্র্যাটের মেয়ে। জীবনের বেশিরভাগ সময়ে গৌরী বেঙ্গালুরুতে কাটিয়েছেন। গৌরীর বাবা তামিল এবং মা পাঞ্জাবী।

তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ফ্যাশন কোর্স করেন গৌরী।

তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিবিলান্ট সেলুন চালাচ্ছেন।

আমিরের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন গৌরী। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে।

প্রেমিকাকে নিয়ে আমিরের ভাষ্য, আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেড় বছর ধরে আমরা একসঙ্গে আছি।

মুম্বাইয়ে আমির তার বাড়িতে গৌরীর সঙ্গে তার দুই তারকা বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

মাস খানেক ধরে প্রায়ই বেঙ্গালুরুতে আমিরের বেড়াতে যাওয়ার খবর এসেছে সংবাদমাধ্যমে।

সে বিষয়ে তিনি বলেন, ওখানে মিডিয়ার নজরদারি কম, আমি সেখানে উড়ে যেতাম গৌরীর সঙ্গে দেখা করতে।

সাংবাদিকদের আমির বলেন, এখন আর লুকোচুরির কিছু নেই। কাল যদি গৌরীর সঙ্গে কোথায় কফি খেতে যাই, আপনারাও আমাদের সঙ্গে আসতে পারেন।

ডেকান হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে গৌরী বলেছেন আমিরের পরিবারের কাছ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। তিনি বলেন, আমাকে খুব ভালোভাবে স্বাগত জানানো হয়েছে।

গৌরীর সঙ্গে বিয়ে নিয়ে আমিরের ভাষ্য, আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভা পায় কী না। তবে গৌরীকে নিয়ে আমার বাচ্চারা খুশি এবং আমি ভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদের সঙ্গে গৌরীর ভালো সম্পর্ক দাঁড়িয়েছে।

ভারতীয় সিনেমার পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। মাসখানের ধরে আমির-ফাতিমার সম্পর্ক চর্চার পর এই অভিনেতার সঙ্গে বেঙ্গুলুরুর এক নারীর নাম শোনা যাচ্ছিল কিছুদিন ধরে।
শোনা গিয়েছিল, ইতোমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে বেঙ্গালুরুবাসিনীর পরিচয়ও করিয়ে দিয়েছেন আমির। সেই বেঙ্গালুরুবাসিনীই হলেন গৌরী।

আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।

২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান।

২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও তারা যে সত্যি পরিবারের মতো, সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।

এ ছাড়া সিনেমা সংশ্লিষ্ট মুম্বাইয়ের নানা অনুষ্ঠানে আমির-কিরণের যুগল উপস্থিতি স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বি...

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণের মৃত্যু

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে...

পাবনায় ডিবির অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, কিলার জাহিদ গ্রেফতার

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস...

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর মো. আরিফ মিয়া (৭৮) নামের এক বৃদ্ধের মর...

২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন করলো সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মা&rsq...

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)-কে প্রক...

কিশোর গ্যাংয়ের অধিপত্য, চট্টগ্রামে কলেজছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র কর...

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় কর...

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি স...

ফেসবুকে বিশ্বের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রভাব ও কনটেন্ট আলোচনার দিক থেকে বিশ্বসেরা কনট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা