রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়ামনির করা মামলায় হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।
ওয়াহিদুজ্জামানের আদালতে গত (১২ নভেম্বর) রিয়ামনির দায়ের করা মামলায় জামিনের শর্ত ভঙ্গ করার দায়ে হিরো আলমের গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
দেশের সংবাদমাধ্যম রিয়ামনির সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি বলেন,আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।
এর আগে (১৩ নভেম্বর )রিয়ামনি সংবাদমাধ্যমে অভিযোগ করেন দুধ দিয়ে গোসল করে জনসম্মুখে তালাক দেয়ার পরও কেন আইনিপ্রক্রিয়ায় তাকে ডিভোর্স দিচ্ছেন না হিরো আলম। বরং নানারকমভাবে বুলিং ও হুমকি দিচ্ছেন।
আমারবাঙলা/এসএ