বিনোদন

‘সমাজ আমাকে মেনে নিচ্ছে না’

বিনোদন প্রতিবেদক

আসমা উল হুসনাকে বন্ধুরা চেনে বৃষ্টি নামেই। করতেন মডেলিং, মনে মনে পুষে রেখেছিলেন সিনেমা বানানোর স্বপ্ন। তবে অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দিয়ে নির্মাতার আগে অভিনয়শিল্পী হিসেবেই অভিষেক হয়েছে তাঁর। তরুণ এই অভিনেত্রীর ক্যারিয়ার-ভাবনা শোনা যাক তাঁর ভাষ্যেই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়েছি। তবে অভিনয়ের চেয়ে নির্মাণেই আমার ঝোঁক বেশি। মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম আর চলছিল মডেলিং। এর মধ্যেই একদিন অমিতাভ রেজা চৌধুরীর সিরিজে প্রস্তাব পেলাম।

‘বোহেমিয়ান ঘোড়া’য় সাঁওতালি কন্যা ‘প্রথম’-এর চরিত্র। শুরুতেই এমন চ্যালেঞ্জিং চরিত্র। যে জন্য আমাকে তাঁদের জীবনযাপন, উচ্চারণ রপ্ত করতে হবে। এত তাড়াতাড়ি অভিনয় শুরু করব ভাবিনি, তবে এমন একটি সুযোগ পেয়ে কাজে লেগে পড়লাম। শুরুতে সাঁওতাল সম্প্রদায় সম্পর্কে জেনেছি, তাঁরা যেভাবে কথা বলে সেটা রপ্ত করার চেষ্টা করেছি। কারণ, সিরিজে প্রমিত বাংলায় আমার কোনো সংলাপই ছিল না। আগে থিয়েটারের অভিজ্ঞতা থাকায় খুব একটা সমস্যা হয়নি। চরিত্রটির একটি মনস্তাত্ত্বিক দিকও ছিল, প্রথম তাঁর স্বামীকে নিয়ে সংগ্রাম করে। এটা আমাদের চেনা গল্প, ফলে সহজেই নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণের সঙ্গে মেলাতে পেরেছি।

চরিত্র হয়ে ওঠা

আমাদের অনেক কাজই নায়ক বা নায়িকা–নির্ভর। সেখানে এমন একটি চরিত্র দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করা ব্যতিক্রমই বলতে হবে। ব্যক্তিজীবনে আমি খুবই অন্তর্মুখী, সেখান থেকে অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণ, মোশাররফ করিমের মতো অভিনেতার সঙ্গে কাজ বড় চ্যালেঞ্জ ছিল। আমার অংশের শুটিং হয়েছে দিনাজপুর আর সুন্দরবনে। এত বড় টিমের সঙ্গে আউটডোরে শুটিং, এটাও আমার জন্য নতুন অভিজ্ঞতা। সুন্দরবনে শ্বাসমূলে পা বাঁচিয়ে চলা, প্রচণ্ড কষ্ট হলেও কাজের প্রতি নিবেদন ঠিক করা; এই চ্যালেঞ্জগুলো উপভোগ করেছি। মনে হয়েছে, এমন একটা কাজ দিয়ে শুরুটা দরকার ছিল। সেটে এলাম, নায়িকা হিসেবে কিছু শট দিয়ে চলে গেলাম; এর মধ্যে ততটা রোমাঞ্চ নেই। এই সিরিজে কাজ করে অনেক কিছু শিখেছি।

অমিতাভ ভাইয়ের কাছ থেকে শিখেছি, কীভাবে ঝুঁকি নিতে হয়। এটা আমার ক্যারিয়ার তো বটেই জীবনেও কাজে লাগবে। আমি সফল বা ব্যর্থ হতেই পারি; কিন্তু সব ক্ষেত্রে ঝুঁকি নিতে হবে। ফলাফল যা–ই হোক, সেটাই অভিজ্ঞতা। ঝুঁকি না নিলে তো কী হবে জানতেই পারব না। এই সিরিজে পর্দায় আমার উপস্থিতি বেশি সময়ের নয়, কিন্তু যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি মানুষ যেন এত চরিত্রের ভিড়ে আমাকে আলাদাভাবে মনে রাখে।

প্রথাগত সৌন্দর্যের বাইরে

সিরিজের চরিত্রটি ছিল প্রথাগত সৌন্দর্যের বাইরে, এটা নিয়ে অনেকে বিদ্রূপ করেছে। কেউ কেউ অবশ্য প্রশংসাও করেছে। কেবল এই সিরিজই নয়, প্রথাগত বিষয়ের বাইরে কিছু হলেই আমরা বুলিংয়ের শিকার হই। ডার্ক স্কিনের এক তরুণীর চরিত্রে অভিনয় করলাম, আমি নিজে প্রচুর কটাক্ষের শিকার হয়েছি। যেসব দর্শক আমাকে পর্দায় দেখে মানতে পারছেন না, তাঁদের উদ্দেশে বলতে চাই-পৃথিবী এখন অনেক বদলে গেছে।

কে কেমন দেখতে সেটা কোনো বিষয়ই না। এখন চরিত্রনির্ভর কাজ হয়, চেহারানির্ভর কাজ থেকে পুরো পৃথিবীই বের হয়ে গেছে। আমাদের সমাজে সবাইকে দাবিয়ে রাখার একটা চেষ্টা কো হয়। কিন্তু কেউ তলিয়ে ভাবে না, আমি যা নিয়ে বিদ্রূপ করছি, সেটা আমার সঙ্গেও হতে পারে। আমাদের চিন্তাভাবনা এখনো ততটা পরিণত নয়। সিনেমার ক্ষেত্রে আমরা বলিউড দ্বারা প্রবলভাবে প্রভাবিত। সিনেমা মানেই সুন্দর নায়িকা থাকবে, নাচ-গান হবে; কিন্তু সমাজের সব মানুষ তো তথাকথিত সুন্দর নয়। তাদের গল্পও তো উঠে আসা উচিত। আপনি যদি চিন্তা করেন, মোশাররফ করিম ভাইয়ের চেহারাও কিন্তু তথাকথিত নায়কোচিত নয়, তিনি ঠিকই উঠে এসেছেন। কিন্তু আমি মেয়ে বলে আমার জন্য ব্যাপারটা ততটা সহজ নয়। সমাজ মোশাররফ করিমকে মেনে নিচ্ছে; কিন্তু আমাকে নিচ্ছে না। জীবনের নানা পর্যায়ে সমাজের এই বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছি।

চলচ্চিত্র–ভাবনা

বোহেমিয়ান ঘোড়ার পর নতুন অনেক প্রস্তাব পাচ্ছি। কিন্তু মনে মনে এখনো প্রবলভাবে পুষে রেখেছি সিনেমা বানানোর স্বপ্ন। সিনেমা বানাতে কোটি কোটি টাকা লাগে, এটা আমি বিশ্বাস করি না। আমি স্বাধীন ঘরানার সিনেমার ভক্ত। পর্দায় আমি বাস্তবসম্মতভাবে আমাদের গল্প, নারীদের গল্প নারীদের মতো করে তুলে ধরতে চাই।

আমাদের দারুণ সব গল্প আছে, বাড়তি কোনো গ্ল্যামার যোগ করা ছাড়াই সেগুলো পর্দায় তুলে আনা সম্ভব। আমার সিনেমা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, বড় শহরের বাইরে থাকা হাজারো মেয়ের গল্প উঠে আসবে। আমি প্রচুর সিনেমা দেখি, বেশির ভাগই স্বাধীন ঘারানার নির্মাতাদের সিনেমা। পাকিস্তানের সাইম সাদিক, ইরানের আজগর ফরহাদি আমার পছন্দের নির্মাতা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এক চাকমা যুবককে জবাই করে হত্যার পর তার স...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা