বিনোদন

মেয়েরা মুখ বুজে সহ্য করে যায়

বিনোদন ডেস্ক

কুশল বিনিময়ের পর শুরুতেই জানতে চাইলাম, ‘জুয়েল থিফ’-এর সফলতা কীভাবে উদ্‌যাপন করলেন? স্মিত হেসে নিকিতা বলেন, ‘আমি কখনোই কোনো সফলতাকে বড় করে উদ্‌যাপন করি না। এ ছবির ক্ষেত্রেও তা-ই হয়েছে। তবে অনেকেই আমাকে প্রশংসাভরা মেসেজ পাঠিয়েছেন। সেগুলো পড়ে খুব ভালো লেগেছে। আসলে সাফল্য আমার কাছে ক্ষণস্থায়ী ও আপেক্ষিক। তাই সফলতাকে মাথায় চড়তে দিই না।’

জুয়েল থিফ ছবিতে সাইফ ও জয়দীপের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে নিকিতা বলেন, ‘আমি কাছ থেকে বসে ওনাদের পর্যবেক্ষণ করতাম আর নিজেকে সমৃদ্ধ করতাম। এই দুই গুণী অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া এবং তাঁদের আশপাশে থাকা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের বড় পর্দায় সুযোগ পেতে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সে অভিজ্ঞতার কথাও জানান নিকিতা। তিনি বলেন, ‘আমাকেও বস্তাপচা, গোঁড়া চিন্তাভাবনার সঙ্গে লড়াই করতে হয়েছে। কবির সিং ছবিটাই আমাকে এই তথাকথিত চিন্তা থেকে বের করে আনে। এখন নির্মাতারা আমাকে নতুনভাবে ভাবেন, এর পুরো কৃতিত্ব আমি কবির সিং-কেই দিতে চাই। আর ওটিটি অবশ্যই আমার পথ অনেকটা সহজ করে দিয়েছে।’

অভিনয়জীবনের শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে নিকিতাকে। ‘বহিরাগত’ হওয়ার কারণে একাধিকবার ‘নেপোটিজম’-এর শিকার হয়েছেন বলেও জানান। নিকিতা বলেন, ‘আমি জানি, আমার সঙ্গে অন্যায় হয়েছে। আর এটাও জানি, এটা কখনো পুরোপুরি বদলাবে না। তাই একে মেনে নিয়ে নিজের মনকে শান্ত রাখা ছাড়া উপায় নেই। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, ভাগ্যের ওপর আস্থা রাখতে হবে। আমরা আমাদের প্রতিভার মূল্য নিশ্চয়ই একদিন পাব।’

শুধু স্বজনপোষণ নয়, বলিউডে লিঙ্গবৈষম্যের অভিজ্ঞতাও নিকিতার হয়েছে। কিছুটা আক্ষেপ নিয়ে বলেন, ‘আপনার পুরুষ সহ-অভিনেতা আপনার চেয়ে বেশি সুযোগ ও সুবিধা পাবেন, এটা খুব স্বাভাবিক বিষয় বলে আমি দেখে এসেছি। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে নয়, প্রায় সব ইন্ডাস্ট্রিতেই এই বৈষম্য আছে। আর দীর্ঘ সময় ধরে মেয়েরা তা মুখ বুজে মেনেও নিয়েছেন। এটা আমাদের সমাজেও,ছেলেরা সুযোগ পায় বেশি, মেয়েরা মুখ বুজে সহ্য করে যায়। তবে এই বৈষম্যের বিরুদ্ধে আমার লড়াই এখনো চলছে।’

প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডকে ‘রূঢ়’ বলে মন্তব্য করেছিলেন। সে প্রসঙ্গ উঠতেই নিকিতা বলেন, ‘আমার সঙ্গেও হয়তো খারাপ ব্যবহার করা হয়েছে। তবে কয়েকজন মানুষের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে আমি রূঢ় বলতে পারি না। অন্য সব ক্ষেত্রের মতো এখানেও ভালো-মন্দ দুটি দিকই আছে। আমি কিছু ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি।’

প্রতিযোগিতা প্রসঙ্গে নিকিতার ভাবনা ইতিবাচক। তিনি বলেন, ‘প্রতিযোগিতাকে আমি অনুপ্রেরণা হিসেবে নিই। সমসাময়িক অভিনেত্রীদের ভালো কাজ দেখে আমি উদ্বুদ্ধ হই, এগিয়ে চলি।’

ওটিটিকে বিনোদনজগতের জন্য আশীর্বাদ বলেই মনে করেন নিকিতা। তাঁর ভাষ্যে, ‘অনেক গল্প আছে, যেগুলো নির্মাতারা বড় পর্দায় বানানোর সাহস বা সুযোগ পান না। কিন্তু ওটিটিতে তাঁরা সেই সৃজনশীলতাকে পুরোপুরি প্রকাশ করতে পারেন। এখানে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করা যায়।’

থ্রিলারধর্মী ছবিতে কাজ করলেও নিকিতা মূলত হালকা মেজাজের রোমান্টিক ছবির ভক্ত, ‘কোনো ছবি বা সিরিজের শেষটা যদি আনন্দময় হয়, তাহলে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।’ আড্ডার এক পর্যায়ে আরও জানালেন, অভিনয়শিল্পী না হলে তিনি হয়তো ট্রাভেল ব্লগার কিংবা যোগ প্রশিক্ষক হতেন। কোন অভিনেত্রী তাঁকে অনুপ্রাণিত করেন? উত্তরে বললেন, ‘এ তালিকায় অনেকেই আছেন। তবে মাধুরী দীক্ষিত আর ঐশ্বরিয়া রাই বচ্চন আমার মূল অনুপ্রেরণা।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা