সুখের ঘুমে পড়ে আছে মন,
সুগন্ধ বাতাসে সুবাসিত চারপাশ।
সমুদ্রের পাড় ভাঙা ঢেউয়ের মতো,
তোমার অনিদ্য সুন্দরে
সংসার আঙিনায় আঁছড়ে পড়ছে সুখ।
তোমার হাত ধরে বিশ্বাসের বাগানে ফুটেছে ফুল,
ধূলিঝড়ের বিদায়ে বসন্ত বাতাসে হৃদয়ে লেগেছে দোলা।
নিরাশার মেঘ বিদায়ে, রোদের কুয়াশায় এসেছে সুখের দিন।
গ্রীষ্মের মেঘের মতো সব ভাবনা হারিয়ে,
যৌবনে মেতেছে দেহ ও মন।
বিধাতার দেওয়া সুখের সাথে যোগ হয়েছে—
তোমার ভালোবাসার সুখ।
মোলায়েম ছোঁয়ায়,
মেঘের কার্নিশে নেমে আসা বৃষ্টিতে ভিজিয়েছি মন।
বর্ষার যৌবনে কদমের এসেছে নতুন ফুল,
সিক্ত বিকেল হেঁটে যায় সন্ধ্যার আগমনে, সুখে।
মেঘেদের তাল ও লয়ে, আনন্দে নেচে ওঠে রাজহংসী মন।
জলের আয়নায় ভেসে ওঠা তোমার শুভশ্রীতে,
বৃষ্টির জানালায় ভেসে আসে সুখ।
রোদহীন বিকেলে এসেছে সুখের দিনলিপি,
মোলায়েম ছোঁয়ায় ঘুমিয়েছে ক্লান্ত শহর ও গ্রাম।
আমারবাঙলা/এফএইচ