কক্সবাজারের চকরিয়ায় মৃত মুরগি জবাই করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।
এ সময় মৃত মুরগি জবাই ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য দোকানদারদের প্রতিটি দোকানে পণ্যের মূল্যতালিকা টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
আমারবাঙলা/এনইউআ