চট্টগ্রামে অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব-৭। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। কারখানাটি সিলগালা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকার একটি অবৈধ সাবান কার কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নকল সাবান উৎপাদন ও বাজারজাত করে আসছে। এ তথ্যের সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আব্দুর রহিমের উপস্থিতিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি দল অংশ নেয়। অভিযানে অবৈধভাবে উৎপাদিত নকল সাবান ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা নকল সাবান ও সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষা ও অবৈধ উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-৭।
আমারবাঙলা/এনইউআ