টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলার জীম্বংখালী এলাকার কতুবের ঘের নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জীম্বংখালী বিওপির একটি টহল দল রাতে সীমান্ত পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এতে টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আমারবাঙলা/এনইউআ