চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে র্যাব। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কদলপুর ইউনিয়নের মাইজপাড়া গুন্না হাজীর খালি ভিটার পূর্ব পাশে অবস্থিত মাইজপাড়া তৈয়বিয়া জামে মসজিদ এবং ফোরকানিয়া মাদরাসার সাইনবোর্ডের কাছাকাছি দানবাক্সের পাশে একটি শপিং ব্যাগে অস্ত্র দুটি ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধার করা এই দুটি পাইপগান পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে তদন্ত চলছে।
আমারবাঙলা/এনইউআ