চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের এক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বুজোর্গ উমেদনগর গ্রামে র্যাবের উপ-পরিদর্শক আব্দুর রহিম সুমন ও ব্যাংক কর্মকর্তা আজিমুল মামুনের বাড়িতে চুরি হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চোরের দল তিন ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী আজিমুল মামুন জানান, চাকরির কারণে পরিবারসহ বাইরে থাকায় বাড়ির সব দরজা তালাবদ্ধ ছিল। “শনিবার রাতের কোনো এক সময় আলমিরার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোররা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে গেছে। খবর পেয়ে আমরা রোববার সকালে বাড়িতে ফিরেছি। আরিফ নামে পরিবারের এক সদস্যের ঘরে চুরির চেষ্টা হলেও সেখানে কিছু নেয়া সম্ভব হয়নি,” তিনি বলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দাখিলের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমারবাঙলা/এনইউআ