ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে সালিশ বৈঠকে দুই মাকে ‘নাকে খত’ দেওয়ানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াতের দুই নেতাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে প্রধান অভিযুক্ত, ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান। তিনি জানান, “সামাজিকভাবে দুই মাকে অপমান করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।”
মামলার বহিষ্কৃত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু, জামায়াতের সাবেক সেক্রেটারি মহিউদ্দিন জসিম ছাড়াও অপরাপর আসামিরা হলেন, মাইন উদ্দিন (১), মাইন উদ্দিন (২), মোহাম্মদ রিসাল, নিজাম উদ্দিন, মোহাম্মদ সোহেল, আজাদ, মোহাম্মদ ইব্রাহীম, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, সামছুর রহমান ও অনিক।
আমারবাঙলা/ইউকে