অপরাধ

হাসনাতের গাড়িতে হামলা, রাতভর অভিযানে আটক ৫৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় ঘটনার পর থেকে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছান। এ সময় ১০-১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় শত শত লোক সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পরে তিনি ঢাকার উদ্দেশে চলে যান। এ ঘটনার প্রতিবাদে রবিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। এ ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় সোমবার (৫ মে) সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ক্রাইম/উত্তর) মো. রবিউল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাসনাত আবদুল্লাহ ঢাকায় যাচ্ছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আরো ছাড় দেবে বিএনপি

রাজনৈতিক দলগুলোর কাছে শনিবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

বাংলাদেশের অবশিষ্ট মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসরণ!

বিদেশে বাংলাদেশের অবশিষ্ট যেসব মিশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি রয়েছে,...

ফারুকীর চিকিৎসা নিয়ে তিনটায় হাসপাতালে বোর্ড মিটিং, ফেসবুকে তিশা

কক্সবাজারে গিয়ে শনিবার (১৬ আগস্ট) অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্...

২৮ কেজির কোরাল বিক্রি হলো ৪২ হাজারে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ২৮ কেজি ওজনের বিশাল একট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা