ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের দালাল কাওসার ওরফে কটা কাওসার (৫০) একজনকে রাতের অন্ধকারে পিটিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত্রে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রথমে পিটিয়ে তারপর রগ কেটে হত্যা করে।
এ সময় খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।এই মর্মে থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা হয়েছে। ঘটনা বিবরণীতে জানা যায় কটা কাওসার ঝিনাইদহহের কোটচাঁদপুরের জামাত নেতা এনামুল মাষ্টার ও কালাম হত্যা মামলার আসামি ও কথিত সোর্স । তার নেতৃত্বে পুলিশ ও র্যাবকে দিয়ে বিএনপি জামাতের অনেক নেতাকর্মীদেরকে অকারনে গ্রেফতার বাণিজ্য করেছে। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে জামাত দলীয় প্রার্থীর পক্ষে নমিনেশন পেপার জমা দিতে আসলে এনামুল মাস্টারকে উপজেলা গেট থেকে উঠিয়ে নেয় পুলিশের একটি দল যার সাথে ছিল এই কওসার ওরফে কটা কওসার। কয়েকদিন পর ক্রসফায়ারে নাটক করে এনামুল মাস্টার কে হত্যা করা হয়। এর কিছুদিন পর আরেক জামাত নেতা কালাম মেম্বারকে তার নেতৃত্বে উঠিয়ে নিয়ে যায় পুলিশ কয়েকদিন পর তাকেও ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়।
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            