ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের আখ সেন্টার সংলগ্ন মিজানুর রহমানের কাঠের দোকানে প্রসেসিং মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতারা হলেন কোটচাঁদপুর উপজেলার বলুহার ইউনিয়নের সিংগা গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৫) ও একই গ্রামের শ্রীরাম মল্লিকের ছেলে রামপ্রসাদ (২৭)। আহত আলমগীর হোসেন (৫৬) মহেশপুর উপজেলা আলমপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান,কোটচাঁদপুর মেইন আখ সেন্টার সংলগ্ন মিজানের কাঠগোলায় নতুন একটি কাঠ প্রসেসিং মেশিন বসানো হয়। মেশিনের মধ্যে রাসায়নিক পদার্থ দিয়ে কাঠ প্রসেসিং করা অবস্থায় বিকট শব্দে মেশিনের ব্যারেলটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মিলটন ও রামপ্রসাদ নিহত হন। দুর্ঘটনায় তাদের শরীর ছিন্ন- ভিন্ন হয়ে যায়। এ সময় আহত আলমগীর হোসেনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাফসান রহমান বলেন, দূর্ঘটনা কবলিত স্থান থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই জন কে মৃত ও একজনকে আহত অবস্থায় নিয়ে আসে। আহত ব্যাক্তিকে যশোরে রেফার্ড করা হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ওসি হোসেন মাতুব্বার ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসলে কি ঘটেছে।
আমার বাঙলা/ ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            