নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় গভীর রাতে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসের চালক ও সহকারী। রবিবার রাত ২টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।
বাসটি রপ্তানিমুখী একটি গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। চালক মো. নাসির বলেন, কাজ শেষে জেলা আয়কর অফিসের সামনে বাসটি পার্কিং করে সহকারী নয়নকে নিয়ে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন।
রাত প্রায় ২টার দিকে ঘুমের মধ্যে তাপ অনুভব করলে তিনি জেগে দেখেন গাড়ির ভেতর আগুন লেগেছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নেভান।
এ ঘটনায় বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ও সহকারী প্রাণে রক্ষা পান।
আমারবাঙলা/এফএইচ