বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশের সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি সরকারে এলে অতীতে দেশের বিভিন্নস্থানে মন্দিরে হামলার ঘটনায় জড়িতরা রেহাই পাবে না। সব হামলার বিচার হবে।
শনিবার (০৫ এপ্রিল) রাতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার কালিকাপুর মহল্লায় সনাতন ধর্মের হরিবাসর অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের দাশগ্রাম হরিবাসর পরিদর্শন করেন।
সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            