সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

প্রেসক্লাবের বর্ণাঢ্য ঈদ আড্ডায় ডিসি-এসপি

সুনামগঞ্জ প্রতিনিধি

ঈদ আড্ডায় ব্যতিক্রমী আয়োজনে বাজিমাত করেছে ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাব। আলোকসজ্জা, বেলুন দিয়ে গেইট নির্মাণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আড্ডা শেষে দেশীয় হাঁসের গোস্তের সঙ্গে চালের রুমালি রুটি দিয়ে ডিনার এ যেনো ব্যতিক্রমী এক পিকনিক।

শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যার পর লাল নীল বাতির ঝলকানিতে আলো ছড়ায় উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব। অতিথিবৃন্দের আগমনে মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাব আঙ্গিনা। রাত প্রায় ১১টা পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো চলে সাংবাদিক ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে ঈদ আড্ডায় প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়।

অনুষ্ঠানের শুরুতেই বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানে আহত ফয়সলকে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় ঈদ উপহার।

ঈদ আড্ডার মুল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সহ-সভাপতি রওনক বখত, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, মানবেন্দ্র তালুকদার মানব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু আহমেদ রমজান, ৭১টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শহীদ নুর আহমেদ গানে গানে ঈদ আড্ডাকে প্রানবন্ত করে তোলেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদ আড্ডায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ'র জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, মোহাম্মদ রেজাউল করিম উপপরিচালক, স্থানীয় সরকার,সুনামগঞ্জ (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জ। সমর কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র এ্যাড. মল্লিক মঈন উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (অবঃ) অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি এ্যাড. তৈয়বুর রহমান বাবুল। জুডিসিয়াল আদালতের এপিপি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের অন্যতম সিনিয়র সদস্য এ্যাড. ড. জিয়াউর রহিম শাহিন। বিশিষ্ট ব্যবসায়ী ইংল্যান্ড প্রবাসী আকিকুর রহমান প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ বাবুল মিয়া, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও কার্যকরি পরিষদ সদস্য মাহবুবুর রহমান পীর, দপ্তর সম্পাদক সোহেল আলম, প্রচার সম্পাদক আলাউর রহমান, কার্যকরি পরিষদ সদস্য একে কুদরত পাশা, কার্যকরি পরিষদ সদস্য দৈনিক প্রভাতের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক আমার দেশ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সুনামগঞ্জ'র ডাক পত্রিকার প্রতিনিধি সোলেমান কবির, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি দুলাল মিয়া, এনটিভি ইউরোপ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুল বাছির প্রমুখ।

ঈদ আড্ডায় সাংবাদিকদের উদ্দেশ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘কোথাও ফসল রক্ষা বাঁধের কাজে ত্রুটি বিচ্যুতি থাকলে আমাকে সহযোগিতা করুন। আপনারা এই অঞ্চলের অনেক কিছুই জানেন, যা আমি জানিনা।’ তিনি আরো বলেন, ‘আমিও আড্ডাবাজ মানুষ, মাঝে মধ্যে প্রেসক্লাবে দাওয়াত দিলে আমরাও আসলাম।’

তবে পুলিশ সুপার শারীরিকভাবে কিছুটা অসুস্থতা নিয়েও সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদ আড্ডায় দেরিতে উপস্থিত হলেও অনুষ্ঠানটি আরো বেশি প্রানবন্ত হয়ে ওঠে। অনেকাংশেই বেড়ে যায় অনুষ্ঠানের জৌলুশ। অনেকদিন পর সুনামগঞ্জ প্রেসক্লাবের এমন আয়োজনে কিছুটা ভুল-ত্রুটি থাকলেও প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় ঈদ আড্ডা।

সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সুনামগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’ এ সময় তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।’

অনুষ্ঠানটির সঞ্চালনাসহ সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মাসুম হেলাল।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা