আন্তর্জাতিক

স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস 

আন্তর্জাতিক ডেস্ক

গাজা সংকটের এই পর্যায়ে এসে হামাস একটি নতুন প্রস্তাব নিয়ে এসেছে। তারা জানিয়েছে, ইসরায়েল যদি স্থায়ী যুদ্ধবিরতি মেনে নেয় এবং গাজা থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে, তাহলে একসঙ্গে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে হামাস প্রস্তুত।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দিদের ধাপে ধাপে মুক্তি দেওয়ার প্রস্তাবের সমালোচনা করেছেন। একইসঙ্গে, বন্দিদের পরিবারের সদস্যরাও তাদের আপনজনদের একবারে মুক্ত করার দাবি জানিয়েছেন।

এদিকে, ইসরায়েলের দাবি, হামাসের হাতে আটক বাকি ৭২ জন বন্দি হয়তো ৭ অক্টোবরের হামলায় নিহত হয়েছেন, অথবা হামাসের হাতে বন্দি অবস্থায় মারা গেছেন।

তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েলি বোমা হামলায় তাদের হাতে থাকা ৬০ জন বন্দি নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েল থেকে প্রায় ২৫১ জনকে অপহরণ করে গাজা উপত্যকায় নিয়ে যায়। এই বন্দিদের মধ্যে ইসরায়েলি নাগরিক ছাড়াও বিদেশি এবং বহু দ্বৈত নাগরিকও রয়েছেন।

বন্দি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে, যেখানে কাতারসহ বেশ কয়েকটি দেশ মধ্যস্থতা করছে। গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪১ বন্দিকে মুক্তি দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়।

এদিকে গাজা থেকে একজন শীর্ষ হামাস কর্মকর্তা বলেছেন, হামাস শনিবার ছয়জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এছাড়া, বৃহস্পতিবার আরো চারজনের মৃতদেহ ফেরত দেওয়া হবে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সায়ার বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ইসরায়েল গাজায় মোবাইল হোম বা ভ্রম্যমান বাড়ি এবং নির্মাণ সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়ায় এই মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। যুদ্ধবিরতির এই ধাপে মুক্তি দেওয়ার জন্য এই ছয়জন অবশিষ্ট জীবিত জিম্মি।

এই ঘোষণা গাজার বর্তমান পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে, যেখানে মানবিক সংকট এবং রাজনৈতিক উত্তেজনা চলমান রয়েছে। এখন দেখার বিষয়, এই পদক্ষেপ কীভাবে সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করে এবং ভবিষ্যতে আলোচনা ও শান্তি প্রক্রিয়ায় কী ভূমিকা রাখে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এক চাকমা যুবককে জবাই করে হত্যার পর তার স...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা