সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

প্রেসক্লাবের বর্ণাঢ্য ঈদ আড্ডায় ডিসি-এসপি

সুনামগঞ্জ প্রতিনিধি

ঈদ আড্ডায় ব্যতিক্রমী আয়োজনে বাজিমাত করেছে ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাব। আলোকসজ্জা, বেলুন দিয়ে গেইট নির্মাণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আড্ডা শেষে দেশীয় হাঁসের গোস্তের সঙ্গে চালের রুমালি রুটি দিয়ে ডিনার এ যেনো ব্যতিক্রমী এক পিকনিক।

শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যার পর লাল নীল বাতির ঝলকানিতে আলো ছড়ায় উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব। অতিথিবৃন্দের আগমনে মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাব আঙ্গিনা। রাত প্রায় ১১টা পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো চলে সাংবাদিক ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে ঈদ আড্ডায় প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়।

অনুষ্ঠানের শুরুতেই বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানে আহত ফয়সলকে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় ঈদ উপহার।

ঈদ আড্ডার মুল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সহ-সভাপতি রওনক বখত, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, মানবেন্দ্র তালুকদার মানব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু আহমেদ রমজান, ৭১টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শহীদ নুর আহমেদ গানে গানে ঈদ আড্ডাকে প্রানবন্ত করে তোলেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদ আড্ডায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ'র জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, মোহাম্মদ রেজাউল করিম উপপরিচালক, স্থানীয় সরকার,সুনামগঞ্জ (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জ। সমর কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র এ্যাড. মল্লিক মঈন উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (অবঃ) অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি এ্যাড. তৈয়বুর রহমান বাবুল। জুডিসিয়াল আদালতের এপিপি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের অন্যতম সিনিয়র সদস্য এ্যাড. ড. জিয়াউর রহিম শাহিন। বিশিষ্ট ব্যবসায়ী ইংল্যান্ড প্রবাসী আকিকুর রহমান প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ বাবুল মিয়া, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও কার্যকরি পরিষদ সদস্য মাহবুবুর রহমান পীর, দপ্তর সম্পাদক সোহেল আলম, প্রচার সম্পাদক আলাউর রহমান, কার্যকরি পরিষদ সদস্য একে কুদরত পাশা, কার্যকরি পরিষদ সদস্য দৈনিক প্রভাতের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক আমার দেশ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সুনামগঞ্জ'র ডাক পত্রিকার প্রতিনিধি সোলেমান কবির, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি দুলাল মিয়া, এনটিভি ইউরোপ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুল বাছির প্রমুখ।

ঈদ আড্ডায় সাংবাদিকদের উদ্দেশ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘কোথাও ফসল রক্ষা বাঁধের কাজে ত্রুটি বিচ্যুতি থাকলে আমাকে সহযোগিতা করুন। আপনারা এই অঞ্চলের অনেক কিছুই জানেন, যা আমি জানিনা।’ তিনি আরো বলেন, ‘আমিও আড্ডাবাজ মানুষ, মাঝে মধ্যে প্রেসক্লাবে দাওয়াত দিলে আমরাও আসলাম।’

তবে পুলিশ সুপার শারীরিকভাবে কিছুটা অসুস্থতা নিয়েও সুনামগঞ্জ প্রেসক্লাবের ঈদ আড্ডায় দেরিতে উপস্থিত হলেও অনুষ্ঠানটি আরো বেশি প্রানবন্ত হয়ে ওঠে। অনেকাংশেই বেড়ে যায় অনুষ্ঠানের জৌলুশ। অনেকদিন পর সুনামগঞ্জ প্রেসক্লাবের এমন আয়োজনে কিছুটা ভুল-ত্রুটি থাকলেও প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় ঈদ আড্ডা।

সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সুনামগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’ এ সময় তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।’

অনুষ্ঠানটির সঞ্চালনাসহ সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মাসুম হেলাল।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা