মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি আবেদ হাসান আবেদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৮ জুন) রাত ৮টার পরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে একটি দোকানের ভেতরে উপজেলা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা এই হামলা চালায়।
জানা গেছে, হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে রবিবার(৮ জুন) সন্ধ্যায় দড়িকান্দি এলাকার সুমনের সঙ্গে মোটরসাইকেল পার্কিং নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাবুর কথা কাটাকাটি হয়। পরে ঘটনার সময় উপস্থিত থাকায় তিনি বিষয়টি মিটমাট করে দিয়ে পার্শ্ববর্তী এলাকার লেছড়াগঞ্জ বাজারে তিন রাস্তার মোড়ে টিটুর দোকানে এসে বসেন। এরপর সাবেক ছাত্রদল নেতা বাবু, নাজমুল, শাকিল মোল্লা, অনিকসহ ৪০-৫০ জন দুর্বত্ত নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা আবেদকে উদ্দেশ করে বলেন, ‘তুই প্রেসক্লাবের সেক্রেটারি হইছস তো কি হইছে, তোকে মাইরা ফেলুম।’ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে চিকিৎসা নেন।
এ বিষয়ে হামলায় আহত সাংবাদিক আবেদ হাসান আবেদন জানান, অতর্কিতভাবে এসে হামলাকারীরা আমার ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে। এ ঘটনায় হরিরামপুর থানায় তিনি লিখিত অভিযোগ করবেন বলে জানান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোমিন খান বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            