আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ কুতুবপুরে গণসংযোগ করেছেন। শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের নিয়ে এই প্রচারণা চালান।
গণসংযোগকালে প্রার্থী ইলিয়াস আহমদ বলেন, আমরা দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। জনসেবার উদ্দেশ্যে রাজনীতি করি, ব্যবসা নয়। জনগণ যদি আস্থা রাখে, ইনশাআল্লাহ তাদের পাশে থাকব।
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং জনসংযোগে ব্যস্ত থাকেন।
এ সময় ইলিয়াস আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহসাধারণ সম্পাদক শরীফ মিয়া, ফতুল্লা থানা সহসভাপতি আব্দুল করিম মিন্টু, আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন, কুতুবপুর ইউনিয়ন সভাপতি মুফতি জাকির হুসাইন, সাধারণ সম্পাদক আলী আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রচারণা শেষে দলীয় নেতারা জানান, নির্বাচনী প্রচারে তারা নিয়মিত মাঠে থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের দাবি জানান।
আমারবাঙলা/এফএইচ