কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদীতে সুপেয় পানির তীব্র সংকট, টিউবওয়েলে উঠছে না পানি

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে হস্তচালিত টিউবওয়েল গুলিতে পানি না ওঠার কারণে, সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে সুপেয় পানির অভাবে গবাদি পশুপালন ও সংসারের যাবতীয় কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলার বহু এলাকায় হস্তচালিত টিউবওয়েলে পানি উঠছে না। ফলে এলাকাবাসীর পানি সংকট এখন চরমে।

দীর্ঘ সময় অনাবৃষ্টি, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, অপরিকল্পিতভাবে শ্যালো মেশিন দিয়ে পানি তোলা এবং পুকুর- খাল -বিল ভরাটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি কিছুদিনের মধ্যেই বৃষ্টিপাত না হয় তবে পরিস্থিতি আরো অবনতি হবে বলে মনে করছেন সংশ্লিস্টরা।

কটিয়াদী উপজেলার পৌর সদরসহ গোয়াতলা, ঘাগুর, পিপুলিয়া, বাহের পাথর, লাংটিয়া, উমেদপুর, বাঘবেরসহ অনেক এলাকা ঘুরে দেখা যায় প্রতিটি বাড়িতেই টিউবওয়েল থেকে পানি উঠছে না। তাছাড়া পানির অভাবে অনেক টিউবওয়েলই নষ্ট হয়ে গেছে। বর্তমানে মটর লাগানো হস্তচালিত টিউব ওয়েল গুলিতে ও পানি উঠছে না। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে টিউবওয়েল গুলিতে তীব্র পানিসংকট শুরু হয়েছে, যা এখনো চলছে। বর্তমানে পৌর সদরসহ এলাকার সামর্থ্যবান অনেকেই বাড়িতে পানির মোটর বসিয়ে পানি সংকট সমাধানের চেষ্টা করছেন।

বেথুইর গ্রামে গিয়েও একই চিত্র দেখা যায়। যারা অনেক আগেই টিউবওয়েলে মোটর বসিয়েছেন বর্তমানে সেখানে পানির দেখা মিলছে না। গ্রামের ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, "গত একমাস ধরে এলাকায় পানির তীব্র সমস্যা দেখা দেওয়ায়, টিউবওয়েলের নিচে মোটর বসেও পানি পাওয়া যাচ্ছে না। যে কারণে দূরের একটি জমির শ্যালো মেশিন থেকে পানি আনতে হচ্ছে।

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রামের পরিস্থিতিও একই রকম। বর্তমানে গ্রামটির অধিকাংশ টিউবওয়েলের পানি উঠা বন্ধ হয়ে গেছে। লেংটিয়া গ্রামের পত্রিকা বিক্রেতা হাবিবুর রহমান বলেন, "বর্তমানে আমার টিউবওয়েল থেকে এক জগ পানি ভরতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগে"। তাছাড়া আশেপাশের কোন পুকুর ও খালে পানি নেই। যে কারণে আমরা গ্রামবাসীরা বিশুদ্ধ পানির অভাবে খুবই কষ্টে আছি। গ্রীষ্মকাল শুরু হতে আরো কিছু দিন বাকি, এরই মধ্যে টিউবওয়েল গুলিতে পানি সংকট দেখা দেওয়ায়, বিশুদ্ধ সুপেয় পানি পাওয়া যাচ্ছে না। এলাকায় সুপেয় পানির জন্য একমাত্র টিউবওয়েলই শেষ ভরসা।

কটিয়াদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্যমতে, উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির স্তর প্রতিবছর ১০ থেকে ১২ ফুট পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। অথচ ১০ বছর আগেও এই সমস্ত এলাকায় ৬০ থেকে ৭০ ফুটের মধ্যে ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর পাওয়া যেত । কিন্তু এখন তিনশত ফুটের বেশি গভীরে না গেলে সুপেয় পানির স্তর পাওয়া খুবই দুষ্কর।

কটিয়াদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা বলেন, "দীর্ঘদিন অনাবৃষ্টি, বাড়তি তাপমাত্রা ও সেচের পানি উত্তোলনের জন্য ভোগান্তির কারণ বলে মনে করছেন। ভূপৃষ্ঠীয় পানি বা সারফেস ওয়াটারের ব্যবস্থা করা সম্ভব না হলে, আগামীতে এই সংকট আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন,গত কয়েক বছর এই উপজেলার বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর ১০ থেকে ১৫ ফুট নিচে নেমে গেছে। ফলে অকেজো হয়ে পড়েছে অনেক হস্তচালিত টিউবওয়েল। তবে বৃষ্টি হলেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

শীতে কাঁপছে তেঁতুলিয়া, এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত যেন নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে। টানা এক সপ্তা...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা