সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক    

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে বহু বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা কর্মীরা বলেছেন, মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপে দুজন চাপা পড়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। তাদের মধ্যে ৬০ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর। তাকে স্থানীয় ওল্ফসন মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে। সেখানে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

এদিকে, ইসরায়েলের জাতীয় জরুরি প্রাক-হাসপাতাল চিকিৎসা ও রক্ত পরিষেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ বলেছে, মধ্য ইসরায়েলে তাদের চিকিৎসকরা হালকা থেকে মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত ১০ জন ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের অধিক।

এদিকে, জেরুজালেমের আকাশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউয়ের সতর্কবার্তা দেওয়ার পর এই বিস্ফোরণ ঘটে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, “ইসরায়েলের দিকে আরও একটি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করতে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় অবস্থিত সামরিক, পারমাণবিক কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়। আহত হয় ৩২০ জন।

এর জবাবে শুক্রবার দিন ও দিবাগত রাতে ইসরায়েলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সূত্র: টাইমস অব ইসরায়েল

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ই-সিগারেট উৎপাদন নিষিদ্ধের নির্দেশনায় সরকারের প্রতি বাংলাদেশ তামাক বিরোধী জোটের কৃতজ্ঞতা

দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) উৎপাদনের অনুমতি...

বুবলীর চমক,অন্য রকম জীবন

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু হলো ‘ম...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘা...

সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা