দক্ষিণ কোরিয়ার কাছে হজম করেছে ৯ গোল। আজ সেই তিমুর লেস্তের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। শক্তির বিবেচনায় তিমুর লেস্তের চেয়ে অনেক এগিয়ে আফঈদা খন্দকার-স্বপ্না রানীরা। এ কারণে দলটির বিপক্ষে বড় জয়ের আশা পিটার বাটলারের দলের। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার (৭ আগস্ট) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
গ্রুপ ‘এইচ’-এ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মোসাম্মৎ সাগরিকা। এক দিন বিরতি বলে গতকাল দলকে মাঠের অনুশীলন করাননি কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার সকালে স্ট্রেচিং ও জিম সেশন সম্পন্ন করা হয়েছে। এরপর খেলোয়াড়রা রিকভারি সেশনের অংশ হিসেবে সুইমিংয়ে অংশ নেন।
সিনিয়র দলের র্যাংকিংয়ে প্রতিপক্ষ তিমুর লেস্তের অবস্থান ১৫৭তম। গতকাল প্রকাশিত র্যাংকিংয়ে ২৪ ধাপ উন্নতিতে বাংলাদেশের অবস্থান ১০৪তম। র্যাংকিংয়ের এই পার্থক্যের সঙ্গে শক্তির বিচারেও অনেক এগিয়ে বাংলাদেশের মেয়েরা। সে কারণে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটার লড়াইয়ে আজ তিমুর লেস্তের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা মেয়েদের।
গ্রুপের আরেক প্রতিপক্ষ কোরিয়া অনেক শক্তিশালী। তাদের সঙ্গে জয়ের কথা বলছেন না ফুটবলাররা। সেরা তিনের একটি গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ আছে বলে আজ তিমুর লেস্তের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের জন্য নামবেন শান্তি মার্ডি-তৃষ্ণারা।
আমারবাঙলা/জিজি