সংগৃহীত
খেলা

ভুল সময়ে জন্মেছেন রোনালদো: ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো নন, লিওনেল মেসিই বিশ্বসেরা বলে জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী আনহেল ডি মারিয়া।

তিনি বলেন, সিআরসেভেন ভুল সময়ে জন্মেছেন। কেননা, একই সময় জাদুর কাঠি নিয়ে জন্মেছেন লিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে বিশ্বসেরা আখ্যা দিতে এভাবেই মন্তব্য করেন ডি মারিয়া। এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার দারপ্রান্তে থাকা ক্রিস্টিয়ানো নিজেকে এক সাক্ষাৎকারে বিশ্বসেরা দাবি করেন। এই মন্তব্যের বিপরীতে মারিয়া বলেন, রোনালদো নাকি নিজেকে নিজেই সব সময় বিশ্বসেরা দাবি করে আসছেন।

কে সেরা, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি নাকি পর্তুগিজ রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো? এ বিতর্কের অবসান করতে গেলে, অতল সাগরে হারিয়ে যাওয়ার দশা হয় ফুটবল ভক্তদের। সে বিতর্কের অবসান করতে প্রায়ই দুজনের তুলনা করতে দেখা যায় ভক্ত সমর্থকদের। কখনো সেই তর্কে জিতে যান এলএমটেন, কখনো আবার এগিয়ে থাকেন ক্রিস্টিয়ানো।

কখনো কখনো শুধু ভক্ত সমর্থকরা নন, বিশ্বসেরার তর্কে মাতেন এই দুই সুপারস্টারের সতীর্থরাও। এবার সে পালে হাওয়া দিলেন ডি মারিয়া। এলএমটেন আর রোনালদো, দুজনের সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে তার। সেই অভিজ্ঞতা থেকেই এবার বিশ্বসেরার নাম জানালেন মারিয়া।

৪১ বছর বয়সেও দুর্দান্ত গতিতে ছুটে চলা রোনালদো এবার অপেক্ষায় এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রন নিজেই নিজেকে বিশ্বসেরা দাবি করেন। যদিও সে কথায় আপত্তি আছে ডি মারিয়ার। সিআরসেভেন নাকি অনেক সময় নিজেকেই নিজে সেরা দাবি করে থাকেন। তার চোখে বিশ্বসেরা ফুটবলার শুধুই লিওনেল মেসি। রোনালদো ভুল সময়ে জন্মেছেন বলেও মন্তব্য করেন ডি মারিয়া।

ডি মারিয়া বলেন, আমার চোখে মেসিই বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। সেটা কোনো দ্বিধা ছাড়াই। আমি অবাক হইনি। রোনালদোর সঙ্গে চার বছর খেলেছি। সে সব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু রোনালদো ভুল সময়ে জন্মেছেন। সময়টা ওর পক্ষে না। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন।

গোলের সংখ্যা বিবেচনায় রোনালদো অনেকে এগিয়ে রাখলেও, গোল দিয়ে মেসিকে বিবেচনা করতে চান না ডি মারিয়া। রন আর মেসি দুজনের সঙ্গেই খেলার সুবাদে এই দুজনের পার্থক্যট বেশ স্পষ্টভাবে তুলে ধরেছেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে। কোন কোন ক্ষেত্রে দুজনের মধ্যে ব্যবধান আছে তাও দেখিয়ে দিলেন মারিয়া।

আর্জেন্টাইন এ তারকা বলেন, সংখ্যাই সত্যিটা বলে দেয়। একজনের ব্যালন ডি’অর আটটি, আরেকজনের পাঁচটি। এখানে অনেক বড় ব্যবধান। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকজনের নেই। একজনের দুইটা কোপা আমেরিকা ট্রফি আছে। এ রকম আরো অনেক পার্থক্য আছে। মাঠের খেলার দিকেই দেখুন। একজন প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট এমনভাবে খেলছে, যেন বাড়ির উঠোনে খেলছে। সব সময় একই ধরনের গোল করে যাচ্ছে এবং সেটা ১৮, ২০ বছর ধরেই।’

তবে, সব যুক্তির পরও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই তাদের অবস্থানে ছুটে চলেছেন দুর্বার গতিতে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে দ্বিমুখী চিত্রে নগরবাসীর ক্ষোভ

চট্টগ্রাম নগরীর সড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা বিরোধী অভিযান। একদিকে ট্রাফ...

লক্ষ্মীপুর পৌরসভা-  প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বির...

ভিসা প্রতরণার নতুন কৌশল;ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা 

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতা...

যশোরে তরুণদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনকভাবে এইচআইভি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ...

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হাম...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা