ছবি-সংগৃহীত
রাজনীতি

সরকার প্রধান খালি হাতে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক: সরকার প্রধান খালি হাতে দেশে ফিরে এসেছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক চেষ্টা করেছেন স্যাংশন তুলে নিতে পারেননি, তাদের কথা কি মার্কিন যুক্তরাষ্ট্র শুনেছে? না। তারা প্রচেষ্টা করে যাচ্ছে একটা একতরফা নির্বাচন করে নিতে, কিন্তু পারবে না।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লার কালা কচুয়া রোডমার্চ শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এরপর বেলা ১১টার দিকে কালা কচুয়া থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীরা অনুষ্ঠানে জড়ো হন নির্দিষ্ট সময়ের আগে। সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। ওই এলাকার মনোনয়ন প্রত্যাশী নেতাদের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ছাড়াও কোথাও কোথাও তোরণও চোখে পড়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। এ অবৈধ সরকার তাকে বিদেশ যেতে দিচ্ছে না। এই সরকার জানে, তিনি যদি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, তবে তারা ক্ষমতায় থাকতে পারবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ ভয় দেখায়, কোনো ভয়ে কি কাজ হবে? ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। কোনো নির্বাচন হবে না।’

এই সরকার প্রকল্পের নামে দুর্নীতি আর লুটপাট ব্যাস্ত। এরা জনগণের জন্য কিছু করে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে অটল থাকতে হবে। মিথ্যা মামলার সংখ্যা প্রতিদিন বাড়ছে। রাজপথ দখল করে এসবের ফয়সালা করতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বিদেশ থেকে ধ্বংসাত্মক ইউরোনিয়াম নিয়ে এসেছে। এগুলো ভোট চুরির প্রকল্পের অংশ।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইলেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা

রাঙ্গাবালীতে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইতে দেখা গেছে রাজনৈতিক কার্যক্রম ন...

নিয়ম না মানলে ভোট বাতিল হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনে ভোট দিতে হলে নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ভোটা...

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে, জানাল বিসিবি

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে নতুন করে উ...

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়...

বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ

মৌলভীবাজারের বড়লেখায় বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশো...

জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরাই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই আন্দোলনের তরুণ বিপ্লবীরাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ...

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং

বলিউড ও টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গত এক দশক ধরে হৃদয় ছোঁয়ার মত...

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শোকপ্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভার...

নোয়াখালীতে দুই মাদক সেবীকে সাত দিনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই মাদক সেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান...

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির ২২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে বিএনপি থেকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা