ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকা শরীফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তাঁর অবস্থা এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। চিকিৎসকদের মতে, আরও ৪৮ ঘণ্টা পার না হলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার সকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন হাদির শরীরে ‘ইন্টারনাল রেসপন্স’ দেখা যাচ্ছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন এবং এর বেশি কোনো তথ্য দিতে পারছেন না। এ সময় তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই আব্দুল্লাহ আল জাবের হাসপাতালে অবস্থান করছেন।
পরে মঞ্চ-২৪ নামে একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকী শনিবার সকালে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ।তিনি দাবি করেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে সরকার এখনো অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। ফাহিম ফারুকী আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা বর্তমানে গুরুতর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। দ্রুত হামলাকারীদের বিচারের দাবিও জানান তিনি।
আমারবাঙলা/এসএবি