গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, নির্বাচন সংঘাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে? এটার সবকিছু শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর কর। সময়মতো নির্বাচন না হলে রাজনীতির আকাশে কালো মেঘ জমে যেতে পারে বলে মনে করেন গণঅধিকারের সভাপতি।
গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুর হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। এর মূল ভিত্তি ছিলো ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ’’জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’’।
আমারবাঙলা/এসএ