সংগৃহিত
বিনোদন

মানুষ কষ্টের সময় পাশে থাকে না

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হলে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের বছর অভিনেত্রী ক্যানসার মুক্ত হন।

নতুন জীবন পেয়ে কাজে ফিরেছেন মনীষা। চলতি মে মাসের ১ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এ সিরিজে মল্লিকাজান চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় উঠে এসেছেন। এ উপলক্ষে এনডিটিভি-কে সাক্ষাৎকার দিয়েছেন মনীষা। এ আলাপচারিতায় ‘হীরামান্ডি’-এর বিভিন্ন বিষয় নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কাটানো কঠিন সময় নিয়েও কথা বলেন মনীষা।

মনীষা কৈরালা বলেন, ‘এটি এমন একটি জার্নি ছিল, যেখান থেকে অনেক কিছু শিখেছি। আমি সত্যিই বিশ্বাস করতাম, আমার অনেক বন্ধু আছে। আমি ভেবেছিলাম— যাদের সঙ্গে পার্টি করেছি, একসঙ্গে ঘুরেছি, মজা করেছি, তারা আমার কষ্টের সময়ে আমার সঙ্গে থাকবে। কিন্তু তারা আমার পাশে ছিল না।’

মানুষ কষ্টের সময়ে মানুষের পাশে থাকেন না। তা উল্লেখ করে মনীষা কৈরালা বলেন, ‘মানুষ কারো কষ্টের সময় পাশে থাকে না, তখন তাকে একা ছেড়ে চলে যায়। মানুষ কারো কষ্ট অনুভব করতে চায় না, বরং পালানোর অজুহাত খুঁজে। এটাই মানুষের স্বভাব। আমার তখন নিজেকে খুব একা মনে হয়েছিল। সেই সময়ে শুধু আমার পরিবারের সদস্যরাই আমাকে ঘিরে রেখেছিলেন।’

মনীষা তার পরিবারের সবাইকে পাশে পাননি। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বড় একটা কৈরালা খান্দান আছে। সেসময় তারা কেউ পাশে ছিলেন না। আমার সেই বড় পরিবারে সবাই ধনী। তারা এটার ভার বহন করতেই পারতেন, তবে কেউ ছিলেন না। ছিলেন শুধু আমার মা-বাবা, ভাই আর ভাইয়ের স্ত্রী। শুধু এই ক’জনই ছিলেন। তখন আমি বুঝেছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও শুধু ওরাই আমার সঙ্গে থাকবে। তাই এখন আমার অগ্রাধিকার আমার পরিবার। ওরাই আমার জীবনে সবচেয়ে আগে, বাকি সবাই পরে।’

‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। এটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বা...

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা