সংগীতের জনপ্রিয় মুখ শিব-বি শিহাব এবার হাজির হয়েছেন একটি ব্যতিক্রমী আয়োজন নিয়ে — “কথা সামান্য”। তাঁর প্রযোজনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন আরেক জনপ্রিয় র্যাপার এমসি শ্যাক।
“কথা সামান্য” একটি আন্তরিক প্ল্যাটফর্ম, যেখানে অতিথিরা তুলে ধরবেন তাদের জীবনের অজানা গল্প — যা আগে কখনও দর্শকরা শোনেননি। তাদের ব্যক্তিগত অনুভূতি, সংগ্রাম, এবং সৃষ্টির পেছনের অনুপ্রেরণা উঠে আসবে খোলামেলা আড্ডায়।
অনুষ্ঠানটি দেখা যাবে “দৈনিক আমার বাঙলা”-র ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে।
আমার বাঙলা/আরএ