বিনোদন

শাকিব খানকে নিয়ে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলেন সাবিলা

বিনোদন প্রতিবেদক

গত পবিত্র ঈদুল আজহায় প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় নাম লেখান সাবিলা নূর। রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ তাঁকে দেখা যায় শাকিব খানের বিপরীতে। মুক্তির আগে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’ সাড়া ফেলে। এবার অভিনেত্রী হাজির হয়েছিলেন রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে। দীর্ঘ আলাপচারিতায় নানা প্রসঙ্গে কথা বলেছেন সাবিলা।

একপর্যায়ে সঞ্চালক শাকিব খানের কয়েকটি বিষয় নিয়ে সাবিলাকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন ছিল, ‘শাকিব খানের আসল নাম কী?’ ‘মাসুদ রানা’, চটপট উত্তর দেন সাবিলা। পরের প্রশ্ন ‘শাকিব খান মোট কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন?’ চারবার।

এ প্রশ্নেরও সঠিক উত্তর দেন অভিনেত্রী। তৃতীয় প্রশ্ন ছিল, শাকিবের কততম ছবির নায়িকা হয়েছেন সাবিলা? উত্তরে অভিনেত্রী বলেন, ‘উনি সম্ভবত ২৫০-এর বেশি সিনেমা করেছেন, আমি এর আশেপাশেই আছি।’ সঠিক উত্তর হবে, ২৫৩। তবে কাছাকাছি যাওয়ায় সঞ্চালক এ প্রশ্নের উত্তর সঠিক হিসেবে ধরে নেন।

প্রথম তিনটির সঠিক উত্তর দিলেও পরেরটির ঠিকঠাক বলতে পারেননি সাবিলা। চতুর্থ প্রশ্ন ছিল, ‘মনের ঘরে বসত করে’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তাঁর অভিনীত চরিত্রটির নাম কী ছিল? অপু অভিনীত চরিত্রটির নাম ছিল বুবলী, উত্তর শুনে হেসে ওঠেন সাবিলা।

এরপর সঞ্চালক বলেন, শাকিবের নায়িকা হওয়া মানেই তো সংসার ভেঙে যাবে। মজাচ্ছলে করা এমন মন্তব্যের উত্তরে সাবিলা বলেন, ‘“তাণ্ডব”-এর শুটিং করেছি এপ্রিলে, এখন তো আগস্ট...এইটা হবে না ইনশাল্লাহ। কারণ, আমি খুব সৌভাগ্যবান যে আমার স্বামী খুবই সহযোগিতা করে। আমার সিনেমার এই পুরো জার্নিতে অনেক উত্থান-পতন ছিল, নার্ভাস ছিলাম। কিন্তু ও আমাকে অনেক সাপোর্ট করেছে।’

পডকাস্টে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, ‘ওনার সঙ্গে আগে দুই-তিনবার দেখা হয়েছে, কিন্তু সেভাবে কথা বলার সুযোগ হয়নি। বাইরে থেকে অনেক কিছু শুনেছি, কিন্তু যখন আমরা শুটিং করেছি তখন উনি একেবারেই অন্য মানুষ। ভীষণ শান্ত, চুপচাপ এবং কাজের প্রতি এই পর্যায়ের নিবেদন আমি খুব কম মানুষের দেখেছি। আমাদের কল টাইম ছিল ভোর ছয়টায়। উনি ঠিক ছয়টায় মেকআপ আর্টিস্টকে ফোন করে বলেছেন, “আমি রেডি আছি, তুমি মেকআপ করতে আস।” ওনার মতো একজন তারকার এমন নিবেদন দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’

‘তাণ্ডব’ মুক্তির পর পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সাবিলা, ফিরেছেন চলতি মাসের প্রথম সপ্তাহে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম-৯: আবু সুফিয়ানের মনোনয়নের পর শামসুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম-৯ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফ...

সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

চট্টগ্রাম কাট্টলী ও বিশ্বাস পাড়ার সাবেক বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় স...

নগরের উন্নয়নে বিদেশি অভিজ্ঞতা কাজে লাগাবেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দীর্ঘ বিদেশ সফর শেষে দেশে ফি...

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা নিহত

চট্টগ্রামের পটিয়ায় মাইজভান্ডার দরবার শরীফে জিয়ারতের পর বাড়ি ফেরার পথে...

চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে দুর্ঘটনা: নিহত ১, আহত ৭

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. কাউসার (২৬)...

'দ্রুত নির্বাচন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে'

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন যত দ্রুত সম্পন্ন হব...

বেগম খালেদা জিয়া ঐক্য, সার্বভৌম, গণতন্ত্র, মুক্তি ও আস্থার প্রতীক: ইসরাফিল

চট্টগ্রাম-১১ আসনের হাজারো নেতাকর্মী একত্রিত হয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগ...

খালেদা জিয়ার আপসহীনতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উদাহরণ: দীপ্তি

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, মা...

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে তর্ক থেকে হত্যাকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক—স্থানীয়ভাবে পর...

বৈষম্য দূর হবে ভেবেছিলাম, কিন্তু ২৪-এর পরও চাঁদাবাজি বন্ধ হয়নি: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা