বিনোদন

শাকিব খানকে নিয়ে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলেন সাবিলা

বিনোদন প্রতিবেদক

গত পবিত্র ঈদুল আজহায় প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় নাম লেখান সাবিলা নূর। রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ তাঁকে দেখা যায় শাকিব খানের বিপরীতে। মুক্তির আগে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’ সাড়া ফেলে। এবার অভিনেত্রী হাজির হয়েছিলেন রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে। দীর্ঘ আলাপচারিতায় নানা প্রসঙ্গে কথা বলেছেন সাবিলা।

একপর্যায়ে সঞ্চালক শাকিব খানের কয়েকটি বিষয় নিয়ে সাবিলাকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন ছিল, ‘শাকিব খানের আসল নাম কী?’ ‘মাসুদ রানা’, চটপট উত্তর দেন সাবিলা। পরের প্রশ্ন ‘শাকিব খান মোট কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন?’ চারবার।

এ প্রশ্নেরও সঠিক উত্তর দেন অভিনেত্রী। তৃতীয় প্রশ্ন ছিল, শাকিবের কততম ছবির নায়িকা হয়েছেন সাবিলা? উত্তরে অভিনেত্রী বলেন, ‘উনি সম্ভবত ২৫০-এর বেশি সিনেমা করেছেন, আমি এর আশেপাশেই আছি।’ সঠিক উত্তর হবে, ২৫৩। তবে কাছাকাছি যাওয়ায় সঞ্চালক এ প্রশ্নের উত্তর সঠিক হিসেবে ধরে নেন।

প্রথম তিনটির সঠিক উত্তর দিলেও পরেরটির ঠিকঠাক বলতে পারেননি সাবিলা। চতুর্থ প্রশ্ন ছিল, ‘মনের ঘরে বসত করে’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তাঁর অভিনীত চরিত্রটির নাম কী ছিল? অপু অভিনীত চরিত্রটির নাম ছিল বুবলী, উত্তর শুনে হেসে ওঠেন সাবিলা।

এরপর সঞ্চালক বলেন, শাকিবের নায়িকা হওয়া মানেই তো সংসার ভেঙে যাবে। মজাচ্ছলে করা এমন মন্তব্যের উত্তরে সাবিলা বলেন, ‘“তাণ্ডব”-এর শুটিং করেছি এপ্রিলে, এখন তো আগস্ট...এইটা হবে না ইনশাল্লাহ। কারণ, আমি খুব সৌভাগ্যবান যে আমার স্বামী খুবই সহযোগিতা করে। আমার সিনেমার এই পুরো জার্নিতে অনেক উত্থান-পতন ছিল, নার্ভাস ছিলাম। কিন্তু ও আমাকে অনেক সাপোর্ট করেছে।’

পডকাস্টে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, ‘ওনার সঙ্গে আগে দুই-তিনবার দেখা হয়েছে, কিন্তু সেভাবে কথা বলার সুযোগ হয়নি। বাইরে থেকে অনেক কিছু শুনেছি, কিন্তু যখন আমরা শুটিং করেছি তখন উনি একেবারেই অন্য মানুষ। ভীষণ শান্ত, চুপচাপ এবং কাজের প্রতি এই পর্যায়ের নিবেদন আমি খুব কম মানুষের দেখেছি। আমাদের কল টাইম ছিল ভোর ছয়টায়। উনি ঠিক ছয়টায় মেকআপ আর্টিস্টকে ফোন করে বলেছেন, “আমি রেডি আছি, তুমি মেকআপ করতে আস।” ওনার মতো একজন তারকার এমন নিবেদন দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’

‘তাণ্ডব’ মুক্তির পর পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সাবিলা, ফিরেছেন চলতি মাসের প্রথম সপ্তাহে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য...

জাপানে নতুন জোট সরকার, প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং ছোট ডানঘেঁষা দল জাপ...

অবশেষে জুলাই জাতীয় সনদে সই করল গণফোরাম

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলড...

আইন অনুযায়ী শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া...

তিন দিনের নন শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় আগামী তিন দিন নন-শিডিউল (আগু...

জোবায়েদ হত্যায় ছেলে মাহিরকে থানায় দিলেন মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযু...

ভাইরাল নাকি ভাইরাস: সস্তা খ্যাতির ইঁদুরদৌড় ও সামাজিক অবক্ষয়ের দলিল

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত সমাজের বাসিন্দা। এই সমাজে খ্যাতি বা &...

ইবিতে সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণে করলেন ছাত্রদল সহ-সভাপতি জহির

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি ও নতুন নেতৃত্ব...

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ,আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্...

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হলেন সাইফুল ইসলাম

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা