সংগৃহীত
শিক্ষা

ঢাবির ভর্তি কার্যক্রম শুরু, থাকছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা 

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে কোটা বহাল রেখেই ভর্তি প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত জুলাই ও আগস্টে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তখন শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য বরাদ্দ করা ৩০ শতাংশ কোটাসহ ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আন্দোলনের উৎপত্তিস্থল ঢাবিতে পুনরায় কোটা ফিরে আসায় অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক ঢাবি শিক্ষার্থী লিখেন, এত এত মানুষ যেই জন্য মারা গেল সেটিই তো সফল হলো না, তাহলে কী এত মানুষ বৃথা মারা গেল। আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ এ লিখেন, সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, এই কোটাপ্রথা ভালোভাবে সংস্কার ও বাস্তবায়ন করার পদক্ষেপ নিন।

ঢাবির ভর্তি আবেদন প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পঞ্চম ধাপে আবেদনকারী পরবর্তী পাতায় প্রদর্শিত ছবি-৫ এ অনুরূপ ফরমে তার পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর বেছে নেবে এবং শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য কোটার তথ্য জানাবে। আবেদনকারী শিক্ষার্থী যদি কোটার জন্য নির্ধারিত আসনে আবেদন করতে চায় তবে প্রযোজ্য কোটার ঘরে ক্লিক করে নিচের কাজ করবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান/মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ নম্বর দেবে ও মুক্তিযোদ্ধা সনদ আপলোড করবে। অন্যদিকে মেধা তালিকায় স্থান পাওয়ার পরের ধাপের বিজ্ঞপ্তিতে ঙ অনুচ্ছেদে বলা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান (সন্তান না থাকলে নাতি/নাতনি) কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যু করা সনদপত্র অথবা ১৯৯৭ সন থেকে ২০০১ সন পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সনদপত্রসহ আবেদন করতে হবে।

উল্লেখ্য, ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশ, ওয়ার্ড/পৌষ্য কোটায় এক শতাংশ, উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায়, হরিজন ও দলিত সম্প্রদায় কোটায় এক শতাংশ, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার্স/হিজড়া) কোটায় এক শতাংশ শিক্ষার্থীকে ভর্তি করানো হত। এর পাশাপাশি গত বছর খেলোয়াড় কোটায় ৬০ জন শিক্ষার্থী ভর্তি নেয় বিশ্ববিদ্যালয়। এবারো থাকছে খেলোয়াড় কোটা।

বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠক হয়। পরে সার্বিক বিষয়ে ২৭ অক্টোবর একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। এসময় কোটা সংস্কার নিয়ে কথা বলেন অধিকাংশ সদস্য।

সময়ের ‘স্বল্পতা’ দেখিয়ে এবারো গত সেশনের মতো পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানান উপাচার্য ও কোষাধ্যক্ষ।

তবে সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে সেদিনই কোটা সংস্কারের লক্ষ্যে আইন অনুষদের ডিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোমবার (৪ নভেম্বর) অনলাইনে ভর্তির আবেদন ও ভর্তি ফি জমা দেওয়া শুরু হলেও রবিবার (৩ নভেম্বর) পর্যন্ত কমিটি গঠনের কোনো লিখিত বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

ফলে এ কমিটির কোনো সভা অনুষ্ঠিত হওয়ার আগেই মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের পাঁচ শতাংশ কোটা রেখে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অনলাইন আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়া শুরু হয়েছে সোমবার দুপুর ১২টায়। এ প্রক্রিয়া শেষ হবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

বিষয়টি সামনে এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত আবেদনও করেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম।

তিনি বলেন, ২৭ অক্টোবর কোটা সংস্কার করতে কমিটি করলেও এই কমিটির সদস্যরা লিখিত বিজ্ঞপ্তি পায়নি। আমাকে সদস্য করা হলেও আমি সোমবার সেটি জানতে পারি। ফলে কমিটির কোনো বৈঠক ছাড়াই মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা রেখে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আমি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না। সেজন্য তাদের ভাতা দেওয়া হয়েছে। সন্তানদের চাকরির কোটা দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে নাতি-নাতনিদের কোটা দিতে হবে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, জুলাই মাসের শুরুতে আমাদের আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে। এটি ছিল মেধাবীদের সঙ্গে প্রহসন। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে একপর্যায়ে স্বৈরাচার হাসিনার পদত্যাগ করিয়েছি। এখন জানতে পারলাম ঢাবি নাকি মেধাবীদের রেখে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের পাঁচ শতাংশ কোটায় ভর্তি করাবে।

তিনি বলেন, যেখানে আমরা ঢাবি ক্যাম্পাস থেকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি সেখানে তারাই বৈষম্য করতে চাইছে। প্রশাসনের ভুলে যাওয়া উচিত হবে না এর ফল খারাপ হতে পারে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অতি দ্রুত যেন এই কোটা বাতিল করে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এটি নিয়ে একাডেমিক কাউন্সিলে জোরেশোরেই আলোচনা হয়েছে। সেদিনই একটি কমিটি করে দেওয়া হয়েছিল। যেহেতু সময়ের স্বল্পতা ছিল এ বছর, তাই আগে করা হয়নি। তবে এটি আগামী মিটিংয়ের পরে রিভিউ হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এটি একাডেমিক বিষয়, তাই এই বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) ভালো বলতে পারবেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আমি কিছু বলতে পারব না। বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) স্পোকস পারসন হিসেবে দায়িত্বে রয়েছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এটি, তাই তিনিই বলবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গজারিয়ায় ব...

অবশেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ হাইকমিশনে

আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের কা...

সয়াবিন তেলের সংকট, সবজি-আলু-পেঁয়াজে স্বস্তি

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ হলেও সরবরাহ স্বাভাব...

পর্যটক কমছে ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনে

শীতের আগমন বাড়ার সাথে সাথে সুন্দরবনে বনদস্যু, হরিণ...

কবি হেলাল হাফিজ আর নেই

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। (ইন্না...

শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারী ছুটির দাবি মুক্তিজোটের

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসকে সরকারি ছুটি...

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে...

দুর্ঘটনার পর কেমন আছেন অপূর্ব, ফারিণ, পাভেলরা

গতকাল ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলছিল। শুটিংয়ে স্কুটি চালানোর...

আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবের নিষিদ্ধের শঙ্কা

কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল করতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিল সাকিব আল হাসানের ব...

২৫ দিনে বেনাপোল দিয়ে এসেছে ৩৩২০ টন চাল

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ার সরকারি ঘোষণার পর ২৫ দিনে যশোরের বেনাপোল স্থলবন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা