কিশোরগঞ্জের কটিয়াদীতে গাঁজা পাচারের প্রাইভেট কারের চাপায় একজন গুরুতর আহত এবং প্রাইভেট কার সহ মাদক পাচারকারি একজন গ্রেফতার ও অপরজন পালিয়ে যান।
ঘটনার বিবরণে জানা যায়, ৬ই মার্চ বৃহস্পতিবার গভীর রাতে বাস কাউন্টার মাস্টার গোপাল চন্দ্র দাস (৫৫)নাইট কোচের জন্য কটিয়াদী বাসস্ট্যান্ডে রাস্তার পাশে অপেক্ষারত অবস্থায় কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ=৩১-০১৩৯)গোপাল কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময়ে এলাকার কিছু লোক আহত গোপাল চন্দ্র দাসকে জরুরী চিকিৎসার জন্য কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা খুব খারাপ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করলে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
অপরদিকে ঘটনার পরেই প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার চেষ্টারত অবস্থায় স্থানীয় কয়েকজন ছেলে কারটিকে ধাওয়া করে আটক করে। কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ গাড়িটি জব্দ করে গাড়ির চালক রায়হান (৩০) কে আটক করে এবং তার অপর সহযোগী শাকিল পালিয়ে যায়। প্রাইভেট কার চালক রায়হান ভৈরব উপজেলার জালাল উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় গাড়ির চালক রায়হানকে গাড়িসহ আটক করে, গাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রায়হানের সহযোগী অপর মাদক ব্যবসায়ী শাকিল পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে কটিয়াদি মডেল থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে এবং রায়হানকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরন করা হয়েছে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            