অপরাধ

প্রতিবন্ধী ভাতা আত্মসাৎ, অভিযোগের তীর সমাজসেবা কর্মকর্তাদের দিকে

ধোবাউড়া ( ময়মনসিংহ ) সংবাদদাতা

মোবাইল নাম্বার পরিবর্তন করে প্রতিবন্ধী ভাতার লাখ লাখ টাকা হতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এনআইডির মাধ্যমে সনাক্ত করা হয়েছে নাম্বার মালিকদের। তথ্য চেয়ে আবেদন করলে অসন্তোষজনক জবাব দিয়েছেন দায়িত্বরত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

গত ২৯ আগস্ট, মাজেদা আক্তার নামক একজন প্রতিবন্ধীর ভাতা আত্মসাৎ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পর থেকে বেরিয়ে আসতে থাকে এমন একাধিক অভিযোগকারী। সত্য উদঘাটন করতে শুরু হয় অনুসন্ধান। জানা যায়, ভাতার জন্য আবেদকারীদের দেওয়া মোবাইল নাম্বার ব্যতীত অন্য নাম্বারে চলে যাচ্ছে টাকাগুলো। যেসব নাম্বারে টাকা যাচ্ছে এর তথ্য চেয়ে দু’জনের নামে তথ্য প্রাপ্তির আবেদন পত্রের মাধ্যমে আবেদন করা হয় গত অক্টোবরের ৬ তারিখ। এতে সংযুক্ত করা হয় অতিরিক্ত পাতা।

দীর্ঘদিন গড়িমসির একপর্যায়ে তথ্য দিয়েছেন একজনের। আরেকজন তথ্য কোথায়? জানতে চাইলে, সংযুক্ত অতিরিক্ত পাতায় কোনো তথ্য দেওয়া হবেনা বলে জানান দায়িত্বরত সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হালিম। যদিও তথ্য প্রাপ্তি ফরমে লেখা রয়েছে প্রয়োজনে অতিরিক্ত পৃষ্ঠা ব্যবহার করা যাবে। প্রাপ্ত তথ্যের সন্তোষজনক জবাব না পেয়ে সন্দেহ বেড়ে যায় আরও। ব্যবহার করা হয় ভিন্ন কৌশল। খোঁজ মেলে আরও দু’জন ভুক্তভোগীর। তাদের একজনের নাম মঞ্জুরুল ইসলাম, বাড়ি বাঘবেড় ইউনিয়নের চারিয়াকান্দা গ্রামে। আবেদন করা হয় ৭ সেপ্টেম্বর ২০১৩ সালে। আরেকজনের নাম ছুলেমা খাতুন, বাড়ি পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রায়কান্দুলিয়া গ্রামে। আবেদন করা হয় ৩ নভেম্বর ২০২৪ সালে।

স্বামী হারা ছুলেমা খাতুন বলেন, ‘এক পা ছোট নিয়ে, অন্যের বাড়ি বাড়ি কাজ করে দিনাতিপাত করছি। আমার প্রথম ধাপের ১০ হাজার ২’শ ও পরের ধাপে ২৭’শ ৫০ টাকা আত্মসাৎ করেছে।’

মঞ্জুরুল ইসলামের স্ত্রী রেনুয়ারা খাতুন জানান, তার অসুস্থ্য স্বামীকে ঘরে রেখে প্রায় আড়ই বছর যাবৎ ঘুরে বেড়াচ্ছেন সমাজসেবা কার্যালয়ে। নানা টালবাহানায় শুধু হয়রানির শিকার হয়েছেন কিন্তু টাকা পাননি আজও। কোন নাম্বারে যাচ্ছে টাকাগুলো তাও খুঁজে বের করা হয়েছে তবে বন্ধ রয়েছে সেইসব নাম্বারগুলো। পাওয়া গিয়েছে সিম রেজিস্ট্রেশন মালিকদের। মঞ্জুরুল ইসলামের টাকা যাচ্ছে পাশের হালুয়াঘাট উপজেলার শদেশী ইউনিয়ন নাশুল্যা গ্রামের বাসিন্দা ফজল হোসেনের মেয়ে সাজেদা খাতুনের নাম্বারে। ছুলেমা খাতুনের টাকা যাচ্ছে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কেরামত আলী নাম্বারে। যাদের নাম্বারে টাকা যাচ্ছে এদের কাউকেই চিনেন না ভুক্তভোগীরা। এসব কার্যক্রমে এখন তাদের সন্দেহের তীর সমাজসেবা কর্মকর্তাদের দিকে। প্রতারণা করে টাকা আত্মসাতকারী এবং জড়িতদের বিচার দাবি করেছেন তারা।

সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হালিম জানান, বেশ কিছু সমস্যার সমাধান করা হয়েছে, বাকিগুলোও তদন্ত করে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, ইতিমধ্যে এমন বেশ কিছু অভিযোগ পাওয়া গিছেয়ে এবং তা দ্রুত সমাধান করে ভাতাভোগীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাথায় তারেক রহমানের স্নেহের হাত, রাজনীতিতে দীপ্তির ত্যাগের স্বীকৃতি

চট্টগ্রাম প্রোগ্রাম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে আবেগঘন মুহূর্ত...

কুষ্টিয়ায় ড. শফিকুর রহমানের আহ্বান: চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করুন

কুষ্টিয়ায় রাস্তা-ঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করার আহ্...

প্রত্যাশার নারায়ণগঞ্জ, হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে জনজীবন বিপন্ন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা ও সীমাহীন দুর্ভোগ...

নীলফামারীতে মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

নীলফামারীতে ১,০০০ শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্ব...

ক্ষমতার কেন্দ্র জনগণ—ফেনীর জনসভায় তারেক রহমান

জনগণই বিএনপির রাজনৈতিক শক্তি, ক্ষমতা ও ভবিষ্যৎ রাজনীতির একমাত্র উৎস—এমন...

বিএনপি এতো খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন-একটি রাজনৈতিক...

শীতকালে ঠান্ডা নাকি গরম পানি দিয়ে চুল ধোয়া ভালো

গরম পানির ভালো দিক গরম পানির কিছু জাদুকরি ক্ষমতা আছে। পাশা...

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন...

যেখানেই ভোট দিতে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, &lsquo...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্ভরযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর, কাশিমপুর কারা ক্যাম্পাস – স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা